দ্বিতীয় হুগলি সেতু বন্ধের নির্দেশিকা বাতিল করল কলকাতা পুলিশ
দৈনিক স্টেটসম্যান | ১৭ আগস্ট ২০২৫
বাতিল হল দ্বিতীয় হুগলি সেতু বন্ধের নির্দেশিকা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার রাত ৯টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য সেতুটি বন্ধ থাকার কথা ছিল। তবে শনিবার, ১৬ আগস্ট, একটি বিজ্ঞপ্তি জারি করে কলকাতা পুলিশ জানায়, আপাতত ওই নির্দেশ কার্যকর হচ্ছে না। এই সিদ্ধান্তে স্বস্তিতে যাত্রীরা ও পণ্য পরিবহনকারীরা। তবে কবে ওই রক্ষণাবেক্ষণের কাজ হবে, সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, ১১ আগস্ট কলকাতা পুলিশের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, কোনা এক্সপ্রেসওয়ে ও দ্বিতীয় হুগলি সেতুতে মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেই কারণেই সপ্তাহান্তে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কাজের মধ্যে ছিল স্টিল বিম পোর্টাল স্থাপন, স্টে ও হোল্ডিং ডাউন কেবল বসানো এবং বেয়ারিং বদলানোর মতো গুরুত্বপূর্ণ প্রকল্প।
তবে শেষ মুহূর্তে ওই কাজ পিছিয়ে যাওয়ায় বাতিল করা হয়েছে সেতু বন্ধের পরিকল্পনা। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষ কিছু প্রশাসনিক কারণে হাওড়া সিটি পুলিশ ও হুগলি রিভার ব্রিজ কমিশনার্স কর্তৃপক্ষ আপাতত ওই প্রকল্পে যুক্ত হতে পারছে না। সেই কারণেই পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সেতু স্বাভাবিকভাবেই যান চলাচলের জন্য খোলা থাকবে।