বিক্রম দাস: স্বাধীনতা দিবসে সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের করা পোস্টে গান্ধীজির-নেতাজিরও উপরে সাভারকারের ছবি। ক্ষোভে ফেটে পড়ল নেট দুনিয়া। পাশাপাশি এনিয়ে বিক্ষোভ দেখাল নেতাজি বার্থডে সেলিব্রেশন কমিটি। নেতৃত্বে তৃণণূল কাউন্সিলর।
পেট্রোলিয়াম মন্ত্রকের করা ওই পোস্টে রয়েছে গান্ধীজি, সুভাষচন্দ্র ও ভগত্ সিংয়ের ছবি। কিন্তু তাদের সবার উপরে রয়েছে সাভারকারের ছবি। জাতীয় পতাকার পাশাপাশি রাখা হয়েছে সাভারকারের ছবি। কেন সাভারকার? কেন্দ্র তাঁকে গান্ধীজি, সুভাষচন্দ্র, ভগত্ সিংয়ের থেকেও বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে? এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। কলকাতার লি রোডে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের সামনে তৃণমূল কাউন্সিলর অসীম বসুর নেতৃত্বে বিক্ষোভ দেখাল নেতাজি বার্থডে সেলিব্রেশন কমিটি। ছবি না সরালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হল।
অসীম বসুর বক্তব্য়, ওই পোস্টের মাধ্যমে গান্ধীজি ও অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের অপমান করা হচ্ছে। সাভারকারের ছবি সরিয়ে না নিলে বৃহত্তর অন্দোলন করা হবে। জাতীয় পতাকারও উপরে সাভারকারের ছবি দেওয়া হয়েছে। এই মানুষটাকে সামনে রেখে দেশনায়কদের অপমান করা হয়েছে। ইতিহাসকে বিকৃত করার চেষ্টা হচ্ছে। এর জন্য কেন্দ্রকে ধিক্কার জানাচ্ছি। যদি এটা ভুল করে হয়ে থাকে তাহলে যেন অবিলম্বে একে বদলানো হয়।
তৃণমূল কাউন্সিলর অসীম বসুর দাবি, যে সাভারকার আন্দামান জেলে থাকাকালীন ইংরেজ সরকারকে মুচলেখা দিয়েছিলেন। স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দেওয়ার জন্য তাকে ছেড়ে দেওয়া হয়। তার জন্য ব্রিটিশ সরকারের থেকে মাসোহারা পেতেন। তাকে কী করে ভারতের পতাকার উপরে স্থান দেওয়া হতে পারে? তিনি আসলে বিশ্বাসঘাতক।