ধর্মের নামে বিভেদ নয়, পুজোয় বাঙালি অস্মিতা আর ঐতিহ্যের জয়গান গাইবে ‘পথের পাঁচালি’
প্রতিদিন | ১৭ আগস্ট ২০২৫
সুলয়া সিংহ: ধর্মের নামে বিভাজন। বাংলা ভাষায় কথা বললেই ভিনরাজ্যে ‘হেনস্তা’। ভিন জাতি কিংবা সম্প্রদায়ের বিরুদ্ধে মনকে বিষিয়ে দেওয়া। সমাজের এ ছবি তো নতুন নয়। কখনও তা প্রকট হয়েছে ভোটব্যাঙ্ককে সামনে রেখে, তো কখনও ক্ষমতা দখলের লড়াইকে কেন্দ্র করে। এদেশে এহেন পরিস্থিতি শিখর ছুঁয়েছিল দেশভাগের প্রাক্কালে। ১৯৪৬ সালে তোলপাড় হয়েছিল গোটা বাংলা। ধর্মকে ঢাল করে কেড়ে নেওয়া হয়েছিল বহু প্রাণ। কিন্তু সেই সময় হাতে-হাত রেখে মানুষকে বাঁচানোর তাগিদে ঝাঁপিয়ে পড়েছিলেন কয়েকজন। রক্ষা পেয়েছিল বাংলার অস্মিতা। আর জন্ম নিয়েছিল এক নতুন সংঘের। সমাজ সেবী সংঘ। যারা দীর্ঘ ৮০ বছর ধরে নানা সমাজকল্যাণমূলক কাজের মাধ্যমে ক্লাবের সেই ঐতিহ্য আর প্রতিজ্ঞাকে আজও অক্ষুণ্ণ রেখেছেন। ঐক্যের জন্য তাঁদের সেই সংগ্রামকেই এবার বেছে নেওয়া হয়েছে পুজোর থিম হিসেবেও। আজ, ১৬ আগস্ট ‘ডিরেক্ট অ্যাকশন ডে’তেই হল যার ঘোষণা।
নিজেদের ৮০ তম বর্ষের পুজো সাজাতে সমাজ সেবী ক্লাব দায়িত্ব দিয়েছে শিল্পী প্রদীপ দাসকে। ইতিহাসের পাতা ঘেঁটে তাকে পুজোর মঞ্চে তুলে ধরতে পারদর্শী প্রদীপ। আর তাই ক্লাবের ঐতিহ্য আর ইতিহাসকে ফুটিয়ে তুলতে তাঁর হাতেই ব্যাটনটি ধরানো হয়েছে। শিল্পী বলছেন, “পুজো একটা বিরাট বড় প্ল্যাটফর্ম মানুষের কাছে সামাজিক বার্তাটা পৌঁছে দেওয়ার। সম্প্রতি যেভাবে কিছু কিছু ইস্যুতে বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা হয়েছে, তাতে আমার মনে হল, এই বিষয়ভাবনার বহিঃপ্রকাশটা খুব প্রয়োজন। তাছাড়া সমাজ গড়ার ক্ষেত্রে এই ক্লাবের অবদানও অনেকেরই হয়তো জানা নেই। সেটাও আশা করছি বোঝাতে পারব।”