নেতাজি ও গান্ধীজির সঙ্গে একই আসনে সাভারকর! পুলিসের পোস্টে তীব্র বিতর্ক
বর্তমান | ১৭ আগস্ট ২০২৫
সুমন তেওয়ারি, আসানসোল: শুক্রবার দেশজুড়ে পালিত হয়েছে ৭৯তম স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি সোশ্যাল মিডিয়াজুড়ে নিজেদের জাতীয়তাবোধ প্রকাশ করেছে সাধারণ মানুষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান। আসানসোল-দুর্গাপুর পুলিস কমিশনারেটও নিজেদের ফেসবুক পেজে একটি দেশাত্মবোধক ভিডিও পোস্ট করে, যা নিয়েই বিতর্কের সৃষ্টি হয়। সেই পোস্টে দেখা যাচ্ছে, নেতাজি, গান্ধীজির মতোই একইভাবে স্বাধীনতা সংগ্রামী হিসেবে শ্রদ্ধা জানানো হচ্ছে, ইংরেজদের কাছে মুচলেকা দিয়ে মুক্তি পাওয়া বিনায়ক দামোদর সাভারকরকেও। বিজেপির ভাষাতেই তাঁকে ‘বীর সাভারকর’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা দেখে অনেকেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করেন। তীব্র প্রতিক্রিয়া দেয় কংগ্রেস, সিপিএম ও তৃণমূল কংগ্রেস। যদিও পুলিসে এই পদক্ষেপকে প্রশংসা করেছে বিজেপি। বিতর্ক বাড়তেই আসানসোল-দুর্গাপুর পুলিস কমিশনারেটের কর্তারা বিতর্কিত পোস্টটি পেজ থেকে সরিয়ে দেন।
এনিয়ে আসানসোল-দুর্গাপুর পুলিস কমিশনারেটের পুলিস কমিশনার সুনীল চৌধুরীকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপ মেসেজেরও কোনও উত্তর দেননি। ডিসি (হেডকোয়ার্টার) অরবিন্দ আনন্দ বলেন, আপনিই বিষয়টি প্রথম নজরে দিলেন। বিষয়টি খতিয়ে দেখব। পুলিস আধিকারিকদের ফোন ও হোয়াটসঅ্যাপ করার পরই দেখা যায়, ফেসবুক পেজ থেকে পোস্টটি ডিলিট করা হয়েছে।
স্বাধীনতা দিবসে আসানসোল-দুর্গাপুর পুলিস কমিশনারেটের এহেন পোস্ট রীতিমতো চর্চার বিষয় হয়ে ওঠে। দেশাত্মবোধক গানের সঙ্গে সেই পোস্টে ভেসে উঠছিল বিভিন্ন মহান স্বাধীনতা সংগ্রামীদের ছবি। সেখানেই দেখা যায় সাভারকারের ছবি। এর সমালোচনা করেন ইস্টার্ন রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক বিশ্বনাথ মিত্র। তিনি ফেসবুক পেজে লেখেন, ‘পুলিস কমিশনারেট যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছে, সেখানে ভগৎ সিং, মহাত্মা গান্ধী, নেতাজির আগে স্থান দেওয়া হয়েছে সাভারকরকে। যে সাভারকর ব্রিটিশদের কাছে তিনবার মুচলেকা দিয়ে জেল থেকে বেরিয়ে এসেছিলেন।’ পরে তিনি লেখেন, ‘এ কী ইতিহাস-অজ্ঞতা, নাকি প্রশাসনের গৈরিকীকরণের সুবাস?’ বিষয়টি আরও অনেকের নজরে পড়ে।
কংগ্রেস জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, যে সাভারকর ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে ছিলেন, তাঁকে নেতাজি, গান্ধীজির পাশে ঠাঁই দিল পুলিস। প্রশাসনে তৃণমূল-বিজেপি সেটিংয়ের প্রভাব পড়ছে। পুলিস তা প্রকাশ করে দিয়েছে। সিপিএম জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএসের ভক্ত, সেখানে তাঁর পুলিস তো এই পোস্ট করবেই। পুলিসের গৈরিকীকরণ হচ্ছে।
তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, আমি পোস্টটি দেখিনি। যদি পুলিস নেতাজি, ভগৎ সিং ও গান্ধীজির সঙ্গে সাভারকরকেও এক আসনে বসিয়ে থাকে, তাহলে তা অন্যায় হয়েছে। এতে মানুষের আবেগে আঘাত লাগবে। বিজেপি জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য বলেন, স্বাধীনতা সংগ্রাম করতে গিয়ে যে কষ্ট বীর সাভারকর পেয়েছেন, কংগ্রেসের অনেক নেতা তা পাননি। পুলিস ঠিক কাজই করেছে।