• ফুটবল মাঠে ঢুকে রেফারিকে লাথি, গ্রেপ্তার তৃণমূল নেতা
    বর্তমান | ১৭ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: ফুটবল মাঠের বচসায় জড়িয়ে আদিবাসী রেফারিকে লাথি মারলেন এক প্রভাবশালী তৃণমূল নেতার ভাইপো। শুক্রবার স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যায় মেদিনীপুর শহরের চার্চ স্কুলের মাঠের রেফারি নিগ্রহের ভিডিও ভাইরাল (ভিডিও’র সত্যতা যাচাই করেনি বর্তমান) হওয়ার পরই গ্রেপ্তার করা হয় ওই নেতার ভাইপো  রাজা খানকে। প্রসঙ্গত, মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান এই রাজার কাকা। ঘটনাকে কেন্দ্র করে তুমুল আলোড়ন শুরু হয়েছে।    

    মেদিনীপুর শহরের চার্চ স্কুলের মাঠে ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টে দর্শক হিসেবে হাজির স্থানীয় বাসিন্দারা জানান, আদিবাসী সমাজের রেফারি লক্ষ্মণ মাণ্ডি খেলা পরিচালনা করছিলেন। তাঁর সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় হঠাৎই মাঠে ঢোকেন রাজা। তাঁর সঙ্গে কয়েকজন ক্লাব সদস্য ছিলেন। সেই সময় রাজা রেফারির উপর হামলা চালান। সেই ঘটনার ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। নিন্দার ঝড় ওঠে জেলাজুড়ে।

    ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মাঠে উপস্থিত সকলের সামনেই রেফারিকে সজোরে লাথি মারছেন রাজা। সেই সময় গণ্ডগোল থামাতে এগিয়ে আসা দর্শকদেরও মারধর করা হয় বলে অভিযোগ। শনিবার সকালে আক্রান্ত রেফারি সহ আরও কয়েকজন মেদিনীপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে রাজাকে গ্রেপ্তার করে পুলিস। এদিন ধৃতকে মেদিনীপুর আদালতে তোলা হলে বিচারক দু’দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন এই ঘটনার তীব্র নিন্দা করেছে।

    পেশায় শিক্ষক ও রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য আক্রান্ত লক্ষ্মণবাবু বলেন, রাজার দল এক গোলে এগিয়ে গিয়েছিল। এরপর বিপক্ষ দল একটি গোল করে। কিন্তু, রাজা দাবি করেন, ওটা গোল নয়। আমি গোলের বাঁশি দিতেই সজোরে লাথি মারেন। মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন, আমরা স্বাধীনতা দিবসের নানা অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলাম। ওই মাঠে কী হয়েছে জানি না। যদি সত্যিই এই ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে অত্যন্ত ভুল কাজ করেছে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বাধীনতা দিবসের দিন শহরের চার্চ স্কুলের মাঠে মদনমোহন খান ও বিজন বালা খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে দীর্ঘদিন ধরে। রাজা খানের ঠাকুরদা ও ঠাকুমার নামাঙ্কিত এই টুর্নামেন্ট ঘিরে ব্যাপক উন্মাদনা ছিল। অনূর্ধ্ব-১৪ ফুটবল টুর্নামেন্ট দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। রেফারি নিগ্রহের এই ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছে বিজেপি। জেলা বিজেপির সহ সভাপতি শঙ্কর গুছাইত বলেন, এটাই তৃণমূলের কালচার। তৃণমূল মানেই অশান্তি। কড়া শাস্তির দাবি জানাচ্ছি। জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা বলেন, এই ব্যক্তির সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। এই ঘটনার তীব্র নিন্দা করছি।
  • Link to this news (বর্তমান)