• পচাগলা দেহ উদ্ধার
    বর্তমান | ১৭ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাঁশদ্রোণী থানার নিউ শিবতলায় শনিবার সকাল ১০টা নাগাদ দরজা ভেঙে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার করে পুলিস। মৃতের নাম পিন্টু ভট্টাচার্য (৫২)। পুলিস জানতে পেরেছে, মৃত থ্যালাসেমিয়ায় আক্রান্ত। ভাড়া বাড়িতে একা থাকতেন। প্রাথমিক তদন্তে কোনও অসঙ্গতি মেলেনি বলে পুলিস জানিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। পুটিয়ারির এক বাড়িতে পড়ে অস্বাভাবিক মৃত্যু হয়েছে নীলমণি দত্ত (৬৬) নামে এক ব্যক্তির। এই ঘটনায় কোনও অভিযোগ হয়নি।  
  • Link to this news (বর্তমান)