নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গরফা থানার সেলিমপুর রোডে বাথরুমে পড়ে মৃত্যু এক মহিলার। নাম দেবী রায়চৌধুরী (৭৯)। প্রাথমিক তদন্তে কোনও অসঙ্গতি মেলেনি বলেই পুলিস জানিয়েছে। দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্তে নেমেছে গরফা থানার পুলিস। অন্যদিকে রিজেন্ট পার্ক থানার পূর্ব পুটিয়ারির এক বাড়িতে পড়ে অস্বাভাবিক মৃত্যু হয়েছে নীলমণি দত্ত (৬৬) নামে এক ব্যক্তির।