• বিমানবন্দর সংযোগকারী প্রথম মেট্রো রুটে সিআরএস পরিদর্শন
    বর্তমান | ১৭ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের বুকে চালু হতে চলেছে নয়া একটি মেট্রো রুট। নোয়াপাড়া থেকে বিমানবন্দর (জয় হিন্দ) পর্যন্ত শুরু হতে চলেছে মেট্রোর দৌড়। শনিবার এই রুটে যাত্রী পরিষেবার লক্ষ্যে কমিশনার অব রেলওয়ে সেফটি (সিআরএস) চূড়ান্ত পরিদর্শন করেন। উল্লেখ্য, বৃহস্পতিবার এই পরিদর্শনের কথা ছিল। কিন্তু বেশ কিছু কাজ বাকি থাকায় তা বদলে এদিন হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শুক্রবার এই মেট্রো করিডরের উদ্বোধন করবেন। দেশে প্রথম মেট্রো চলাচল শুরু হয়েছিল কলকাতায়। প্রায় ৪১ বছর আগে তা চালু হলেও, বিমানবন্দরের সঙ্গে মেট্রো সংযোগের অভাব ছিল শহরে। এবার তা পূরণ হতে চলেছে। এক্ষেত্রে কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটের যাত্রীরা নোয়াপাড়ায় নেমে লাইন বদল করে সরাসরি বিমানবন্দরে পৌঁছে যেতে পারবেন। শুক্রবার উদ্বোধন হলেও যাত্রী পরিষেবা কবে থেকে শুরু হবে, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। এদিন সিআরএস গোটা পথে মেট্রোর ট্রায়াল রানে অংশ নেন। পাশাপাশি খুঁটিয়ে দেখেন যাবতীয় পরিকাঠামোর কাজ। পরিদর্শন করে মোটের উপর সন্তোষ প্রকাশ করেছেন তিনি। 
  • Link to this news (বর্তমান)