নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার সন্ধ্যায় প্রিন্সেপ ঘাট স্টেশনের দু’নম্বর প্ল্যাটফর্মে খুন হন এক যুবক। মৃতের নাম, পরিচয় এখনও জানা যায়নি। দেহ উদ্ধার করেছে চিৎপুর জিআরপি। প্রাথমিক তদন্তের পর রেল পুলিস জানিয়েছে, যুবকের মাথা ও গলায় আঘাতের চিহ্ন আছে। গলায় ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। আঘাত দেখে পুলিসের মনে হয়েছে, যুবককে খুন করা হয়।
মৃতের বয়স আনুমানিক ২৭ বছর। রবিবার দেহ ময়নাতদন্তে পাঠানো হবে। প্ল্যাটফর্মে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখা শুরু করেছে পুলিস। স্থানীয় কয়েকজন জানান, এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দেহটি পড়ে থাকতে দেখেন। তারপর কলকাতা পুলিসের দক্ষিণ বন্দর থানায় খবর দেন। এলাকাটি চিৎপুর জিআরপির আওতায় রয়েছে। ঘটনাস্থলে আসে রেল পুলিস। প্রাথমিকভাবে পুলিস জানিয়েছে, মৃত মাদকাসক্ত বলে অনুমান। মাঝেমধ্যেই প্ল্যাটফর্ম ও তাঁর আশপাশে মাদক খেতে আসতেন। কোনও মাদকাসক্তের সঙ্গে ঝামেলার জেরে এই ঘটনা ঘটেছে কি না দেখা হচ্ছে।