• বিজেপির হামলার প্রতিবাদ, ২১শে পাল্টা সভা তৃণমূলের
    বর্তমান | ১৭ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বুধবার বিকেলে বিজেপির মিছিলকে কেন্দ্র করে গোলমাল হয়েছিল কাঁচরাপাড়ায়। সেই মিছিল থেকে হামলা চালানো হলে তৃণমূলের এক কর্মীর মাথা ফেটে যায়। একইসঙ্গে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিষোদ্গারও করা হয়েছিল ওইদিন। তারই জবাব দেওয়ার জন্য ২১ আগস্টকে বেছে নিয়েছে তৃণমূল কংগ্রেস। সেদিন যেখানে সভা করেছিল বিজেপি, ওইদিন সেখানেই পাল্টা সমাবেশ করবে রাজ্যের শাসকদল। সমাবেশের আগে এখানে মিছিল করবে তৃণমূল ছাত্র পরিষদ।

    কাঁচরাপাড়ার পুর চেয়ারম্যান কমল অধিকারী সাংবাদিক বৈঠকে বলেন, বিজেপি যখন রাজনৈতিকভাবে পারছে না, তখন তারা ব্যক্তি আক্রমণ করছে। মানুষ তার জবাব দেবে। আগামী ২১ আগস্ট লক্ষ্মী সিনেমার মোড়ে সভা করব আমরা। সেদিন তৃণমূলের ক্ষমতা দেখে নেবে বিজেপি। ওইদিন জমায়েতের মাধ্যমে কার্যত শক্তি প্রদর্শন করতে চায় তৃণমূল।
  • Link to this news (বর্তমান)