বুলা চৌধুরীর উত্তরপাড়ার বাড়ি থেকে পদ্মশ্রী সহ পদক চুরি, সিআইডি তদন্ত
বর্তমান | ১৭ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর উত্তরপাড়ার বাড়ি থেকে চুরি গেল তাঁর যাবতীয় পদক। পদ্মশ্রী ব্রোচ, রাষ্ট্রপতি পুরস্কার থেকে শুরু করে বিভিন্ন পদক খোয়া গিয়েছে। এই ঘটনায় ভেঙে পড়েছেন প্রাক্তন সাঁতারু। এ নিয়ে হইচই পড়েছে। ইতিমধ্যেই রাজ্য সরকার এই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে। সিআইডির ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের একটি দল একদফা তদন্ত করে গিয়েছে। বুলা চৌধুরীর পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাতে চুরি হয়েছে। দুষ্কৃতীরা পদকের পাশাপাশি বাথরুমের কলের মুখও খুলে নিয়ে গিয়েছে। দেবাইপুকুরের ওই বাড়িতে বুলা চৌধুরী বহু বছর ধরেই থাকেন না। প্রসঙ্গত, এর আগেও একধিকবার ওই বাড়িতে চুরি হয়েছে। রাজ্য সরকারের তরফে এক সময় পাহারা বসানো হলেও পরে তা তুলে নেওয়া হয়। প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের আগের রাতে কোন্নগরেও চুরির ঘটনা ঘটেছে।
বুলা চৌধুরী বলেন, আমার যাবতীয় সঞ্চয় ওই পদকগুলি। রাষ্ট্রপতির দেওয়া সম্মান, পদ্মশ্রী সম্মান সবই খোয়া গিয়েছে। রাজ্য পুলিসের উপরে আমরা ভরসা নেই। মুখ্যমন্ত্রীকে বলব, দিদি আপনি আমার পদক ও খোয়া যাওয়া সর্বস্ব ফিরিয়ে দিন। চন্দননগর কমিশনারেটের পুলিস জানিয়েছে, ইতিমধ্যেই একাধিক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। সিআইডিও তদন্ত করছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বুলা চৌধুরী দেবাইপুকুরে না থাকলেও তাঁর দাদা ও ভাই ওই এলাকাতেই থাকেন। শুক্রবার অর্থাৎ স্বাধীনতা দিবসের সকালে তাঁরা জানতে পারেন, ওই বাড়ির পিছনের দরজা খোলা। তারপর তাঁরা সেখানে গিয়ে দেখেন, সমস্ত পদক, পদ্মশ্রী ব্রোচ খোয়া গিয়েছে। গোটা বাড়ি লণ্ডভণ্ড। খবর পেয়ে বুলা চৌধুরী যেমন ছুটে আসেন, তেমনই আসেন পুলিসের শীর্ষকর্তারা। পুলিস সূত্রে জানা গিয়েছে, বুলাদেবীর বাড়িতে সিসি ক্যামেরা রয়েছে। দুষ্কৃতীরা তাতে কাপড় চাপা দিয়ে চুরি করতে ঢুকেছিল। ওয়াকিবহাল মহলের দাবি, মেডেলে সোনা থাকতে পারে, তা ভেবেই সেগুলি চুরি করেছে দুষ্কৃতীরা। বিশেষ করে বাথরুমের কলের মুখ চুরি যাওয়ায় পুলিসের অনুমান, এই ঘটনায় ছোটখাট দুষ্কৃতীদের হাত রয়েছে।
এদিকে, কোন্নগরের নবগ্রামের বাসিন্দা পরেশ মুখোপাধ্যায়ের ভাড়া বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। পরেশবাবু সপরিবারে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। স্বাধীনতা দিবসের সকালে ফিরে এসে দেখেন, বাড়ি লণ্ডভণ্ড। বাড়ি থেকে নগদ টাকা, গয়না সহ প্রায় দু’লক্ষ টাকার জিনিস গায়েব হয়ে গিয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। তবে শনিবার রাত পর্যন্ত কোনও ঘটনার কিনারা করতে পারেনি। -নিজস্ব চিত্র