• এলাকায় মস্তানরাজ নিয়ে সরব কল্যাণ
    বর্তমান | ১৭ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এলাকায় মস্তানরাজ নিয়ে সরব হলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ১৪ তারিখ মধ্যরাতে স্বাধীনতা উদযাপন উপলক্ষ্যে কোন্নগরে এক অনুষ্ঠানে তিনি বলেন, আমি সাংসদ হওয়ার পর এই এলাকায় মস্তানরাজ আর মাথাচাড়া দেয়নি। কিন্তু বর্তমানে কোথাও কোথাও সিপিএম ও বিজেপির সেটিংয়ে গুন্ডামির সংস্কৃতি শুরু হয়েছে। তাঁর দাবি, ১০-১৫ দিন ধরে এসব চলছে। মস্তানদের এই বাড়বাড়ন্ত যাতে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা যায়, তার জন্য তিনি চন্দননগর পুলিস কমিশনারেটকে নির্দেশ দিয়েছেন। কল্যাণবাবু বলেন, যতদিন সাংসদ থাকব, ততদিন শ্রীরামপুরকে রক্ষা করব। ওইদিন এসআইআর প্রসঙ্গও তোলেন তিনি। বলেন, কেন্দ্রীয় সরকারের মদতেই প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে ও ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছে। ভোটে জিততে বিজেপি এই কৌশল নিয়েছে। কোন্নগরের ৬ নম্বর ওয়ার্ড আয়োজিত এই অনুষ্ঠানে সফল ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেন স্থানীয় কাউন্সিলার অঞ্জলি বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি গুণীজনদের সংবর্ধনাও দেওয়া হয়।
  • Link to this news (বর্তমান)