প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় যুবতীকে কোপ সিভিকের, পরে আত্মহত্যার চেষ্টা, দিদিকে বাঁচাতে গিয়ে আক্রান্ত ভাইও
বর্তমান | ১৭ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক যুবতীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। দিদিকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন মহিলার ভাই। এদিকে, হামলা চালানোর পর নিজে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই সিভিক ভলান্টিয়ার। তিনজনকেই কলকাতার চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে বাসন্তী থানার আমঝাড়া মোড়ে এই ঘটনা ঘটেছে।
জানা গিয়েছে, কলকাতার একটি নার্সিং কলেজ থেকে পাশ করার পর বারাণসীতে একটি হাসপাতালে চাকরিতে যোগ দিয়েছিলেন ওই যুবতী। তিনি পরিবারে একমাত্র রোজগেরে। শুক্রবার ছুটিতে বাড়ি ফিরছিলেন। সঙ্গে ছিলেন ভাই। অভিযোগ, সেই সময় বাসন্তী থানার সিভিক ভলান্টিয়ার বিশ্বজিৎ খাঁ আচমকা কাটারি নিয়ে হামলা চালায় ওই যুবতীর উপর। কাটারির আঘাতে তাঁর গলায় ও হাতে গভীর ক্ষত তৈরি হয়। এখানেই থেমে থাকেনি বিশ্বজিৎ। যুবতীর ভাই বাধা দিতে গেলে তাঁকেও কোপায় সে। ভাই-বোন দু’জনেই যখন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে কাতরাচ্ছিলেন, তখন পকেট থেকে বিষ বের করে খেয়ে নেয় হামলাকারী বিশ্বজিৎ। স্থানীয় বাসিন্দারা তিনজনকেই উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কলকাতায় রেফার করে দেওয়া হয়। আক্রান্ত যুবতী বলেন, বেশ কিছুদিন আগে তাঁকে প্রেমের প্রস্তাব দিয়েছিল বিশ্বজিৎ। কিন্তু তিনি তা নাকচ করে দিয়েছিলেন। তারপর সব মিটে গিয়েছিল। কিন্তু গত কয়েকদিন হল ফোনে বিরক্ত করা শুরু করে। শুক্রবার বাড়ি ফেরার সময় এভাবে হামলা চালাবে, বুঝতে পারিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।