সংবাদদাতা, উলুবেড়িয়া: তিনদিন ধরে নিখোঁজ। তারপর সে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হল একটি একটি বাগান থেকে। মৃতের নাম ইন্দ্রজিৎ বৈতালিক (৪৭)। শনিবার শ্যামপুরের শশাটি গ্রাম পঞ্চায়েতের সুলতানপুরে মৃতের বাড়ির অদূরে ঝোপঝাড়ে ভরা বাগানটি থেকে দেহ উদ্ধার হয়। একটি গাছ থেখে ঝুলছিল ধড়টি।
স্থানীয় কয়েকজনের বক্তব্য, ইন্দ্রজিৎ বৈতালিক অবিবাহিত। মানসিক ভারসাম্যহীন। অন্যান্য দিনের মত তিনদিন আগেও সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন। সারাদিন ফেরেননি। তারপর তাঁর পরিবার শ্যামপুর থানায় নিখোঁজের অভিযোগ জানায়। শনিবার বাগান থেকে দুর্গন্ধ ভেসে আসায় স্থানীয়রা পুলিসে খবর দেন। দেহ উদ্ধার হয়। তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, দিনকয়েক আগে ইন্দ্রজিৎবাবুর মৃত্যু হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।