• নয়ানজুলিতে গাড়ি, আহত চার যাত্রী
    বর্তমান | ১৭ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, কাকদ্বীপ: নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে থাকা নয়ানজুলিতে পড়ে গেল একটি চার চাকার মারুতি গাড়ি। ঘটনাটি ঘটেছে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর, কাকদ্বীপ থানার তারাবাঁধ এলাকায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে কাকদ্বীপ থেকে বকখালির দিকে যাওয়ার সময় যাত্রী সহ গাড়িটি নয়ানজুলিতে পড়ে যায়। ওই গাড়ির ভিতরে তখন চালক সহ চারজন যাত্রী ছিলেন। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করেন। খবর দেওয়া হয় কাকদ্বীপ থানায়। কিছুক্ষণের মধ্যেই পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। আহত চারজনকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমান তাঁরা হাসপাতালেই চিকিৎসাধীন। এবিষয়ে স্থানীয় এক বাসিন্দা অসিতবরণ দাস বলেন, হঠাৎই একটি বিকট শব্দ শুনতে পাই। এরপর বাড়ির বাইরে বেরিয়ে দেখি একটি গাড়ি রাস্তার পাশের নয়ানজুলিতে পড়ে গিয়েছে। ওই গাড়ির ভিতরে চারজন ছিলেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)