সংবাদদাতা, কাকদ্বীপ: দুই পুকুরে ডুবে মৃত্যু হল দুই শিশুর। একটি ঘটেছে নামখানার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার মৌসুনি গ্রাম পঞ্চায়েতের কুসুমতলা এলাকায়। অন্যটি ঢোলাহাট থানার দক্ষিণ কাশিয়াবাদ এলাকায়। মৃত দুই শিশুর নাম সৌরভ মণ্ডল (৩) ও অভিজিৎ পাল (৪)। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ফ্রেজারগঞ্জে সৌরভের মা জমিতে ধান রোয়ার কাজ করছিলেন। শিশুটি বাড়িতেই দিদি, দাদু, দিদার সঙ্গে ছিল। হঠাৎ সবার অলক্ষ্যে সে একটি বালতি নিয়ে পুকুরে চলে যায়। কিছুক্ষণ পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির সবাই খোঁজাখুঁজি করতে গিয়ে পুকুরে একটি বালতি ভাসতে দেখেন। তখন সবাই পুকুরে নেমে খোঁজ শুরু করলে প্রায় এক ঘণ্টা পর সৌরভকে উদ্ধার করা হয়। অন্যদিকে, ঢোলাহাটের অভিজিৎ বাড়ির বারান্দায় বসে খেলা করতে করতে সবার অলক্ষ্যে পুকুরের কাছে চলে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বেশ কিছুক্ষণ পর পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।