নিজস্ব প্রতিনিধি, বারাসত: রেল দুর্ঘটনায় অকালে প্রাণ গিয়েছে অনেকের। দীর্ঘদিনের সেই বিপদ থেকে মুক্তি পেতে বারাসতের কদম্বগাছিতে হয়ে আসছে ‘অকাল’ বিশ্বকর্মা পুজো। প্রতিবছরের মতো এই বছরও সেই ধারা অব্যাহত রেখে বারাসত-হাসনাবাদ শাখার কড়েয়া-কদম্বগাছি স্টেশনে শনিবার হল বিশ্বকর্মা পুজো। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্টেশনের পাশের পূর্ব ইছাপুর গ্রামের বাসিন্দারা প্রতি শ্রাবণ মাসের শেষ শনিবারে অকাল এই বিশ্বকর্মা পুজো করেন। তাঁদের বিশ্বাস, পুজো শুরু হওয়ার পর স্টেশনে দুর্ঘটনার সংখ্যা কমেছে। শেষ ১৩ বছরে সেই অর্থে রেল দুর্ঘটনায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। ২০১২ সালে রেল লাইনের উপরই প্রথম এই পুজো শুরু। সেই থেকেই কদম্বগাছি স্টেশনে অকাল বিশ্বকর্মা পুজো হয়ে আসছে। এদিনও প্রথমে রেললাইনের উপর পুজো করেন মহিলারা। সকাল সাড়ে আটটার আপ হাসনাবাদ লোকাল ট্রেনকে লাল কাপড় দেখিয়ে থামানোর পর চলে পুজো। সবশেষে, প্রসাদ বিলি করা হয় ট্রেনের চালক, গার্ড ও যাত্রীদের মধ্যেও। নিজস্ব চিত্র