৪৮ ঘণ্টার মধ্যেই সাঁতারু বুলা চৌধুরীর চুরি যাওয়া পদ্মশ্রী-সহ অন্যান্য পদক উদ্ধার করল পুলিশ। ঘটনায় একজনকে আটকও করা হয়েছে বলে সূত্রের খবর।
বিখ্যাত ইউটিউবার তথা বিগ বস OTT-র বিজেতা এলভিস যাদবের গুরুগ্রামের বাড়ি লক্ষ্য করে চলল এলোপাথাড়ি গুলি। রবিবার সকালে এই ঘটনা ঘটেছে। সূত্রের খবর, কেউ আহত হননি। সেই সময়ে বাড়িতে ছিলেন না এলভিস। ঘটনার তদন্ত শুরু করেছে গুরুগ্রাম পুলিশ।
স্বাধীনতা দিবসের আগের দিনই বড় বিপর্যয় নেমে এসেছিল জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় মাছাইল মাতা মন্দিরের পথে অবস্থিত ছোট্ট গ্রাম চাশোটিতে। মেঘ ভাঙা বৃষ্টির ফলে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানকার মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর দাবি, এখনও পর্যন্ত কিশতওয়ারের চাশোটি গ্রামের ধ্বংসস্তূপ থেকে ৫০টির বেশি দেহ উদ্ধার হয়েছে। চলছে উদ্ধারকাজ।
আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস। আগামী সপ্তাহেও বেশ কয়েকদিন বৃষ্টিপাত হবে। ফলে বাধা পড়তে পারে পুজোর কেনাকাটাতে।
‘আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক অত্যন্ত সময়োপযোগী এবং প্রয়োজনীয় ছিল’, শনিবার দাবি করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ডার্বি নিয়ে আজ উত্তেজনায় ফুটছে গোটা শহর। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। যুবভারতীতে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়।