• শুটিং চলাকালীন আর সাধারণ মানুষকে বিরক্ত করা হবে না, থানায় গিয়ে ক্ষমা চেয়ে নিলেন অরিজিৎ সিংয়ের সঙ্গীরা ...
    আজকাল | ১৭ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বীরভূমে শান্তিনিকেতন থানায় অরিজিৎ সিংয়ের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ ঘিরে নতুন মোড়। অভিযোগকারী কমলাকান্ত লাহার কাছে শনিবার থানায় গিয়ে ক্ষমা চেয়ে নিলেন অরিজিৎ সিংয়ের নিরাপত্তারক্ষীরা।

    সূত্রের খবর, থানায় আলোচনার সময় অভিযুক্ত দেহরক্ষীরা ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেন এবং আশ্বাস দেন ভবিষ্যতে এরকম কোনও ঘটনাই আর ঘটবে না। সেইসঙ্গে, অরিজিৎ সিংয়ের শুটিং টিমের পক্ষ থেকেও জানানো হয়েছে, শুটিং চলাকালীন কোনওভাবেই সাধারণ মানুষকেও আর বিরক্ত করা হবে না।

    প্রসঙ্গত, কয়েকদিন আগেই শান্তিনিকেতনের তালতোর এলাকায় শুটিং চলাকালীন অভিযোগকারী কমলাকান্ত লাহাকে অরিজিৎ সিংয়ের নিরাপত্তারক্ষীরা চ্যাংদোলা করে সরিয়ে দেন এবং ধস্তাধস্তির মধ্যেই তাঁর হাতের একটি সোনার আংটি খোয়া যায় বলে অভিযোগ ওঠে। সেই ঘটনাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন স্থানীয় সঙ্গীত যন্ত্রাংশ নির্মাতা ও সুভাষপল্লীর বাসিন্দা ওই ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, বিষয়টি আপাতত মিটমাট হয়ে গিয়েছে। তবে তদন্ত প্রক্রিয়া চালু রয়েছে। 

    এর আগে অভিযোগ ওঠে গত ১৩ আগস্ট তালতোড় এলাকায় শুটিং চলাকালীন কোপাইয়ের দিকে যাচ্ছিলেন কমলাকান্ত। অভিযোগ, শুটিংয়ের জন্য কমলাকান্তকে অরিজিৎ সিংয়ের দেহরক্ষীরা তাঁকে প্রথমে পাঁচ মিনিট অপেক্ষা করতে বলেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও পথ না ছাড়ায় তিনি ফের অনুরোধ জানান। তখন তাঁকে আরও ৩০ মিনিট অপেক্ষা করতে বলা হয়। অভিযোগ উঠেছে, ওই নির্দেশ না মেনে তিনি যখন এগোতে যান তখন নিরাপত্তারক্ষীরা তাঁকে চ্যাংদোলা করে সরিয়ে দেয় এবং পুলিশের গাড়িতে তুলতে চেষ্টা করে বলে অভিযোগ। শুরু হয় রীতিমতো ধস্তাধস্তি। শেষপর্যন্ত পুলিশের মধ্যস্থতায় কমলাকান্ত ছাড়া পান বলে জানা যায়। ঘটনায় কমলাকান্তের সোনার আংটি খোয়া যায় বলে অভিযোগ। এরপরেই তিনি প্রথমে মৌখিক এবং পরে লিখিতভাবে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেন। 

    এই ঘটনা নিয়ে বীরভূমের পুলিশ সুপার জানিয়েছিলেন, অভিযোগের বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে কমলাকান্ত জানিয়েছিলেন, তাঁর খোওয়া যাওয়া সোনার আংটির মূল্য আনুমানিক প্রায় ৪০,০০০ টাকা। তাঁর কথায়, ধস্তাধস্তির সময় তাঁর সোনার আংটি পড়ে গিয়েছে নাকি অরিজিৎ সিংয়ের দেহরক্ষীরা সেই পকেটস্থ করেছেন সেই বিষয়টি তদন্তসাপেক্ষ। এই নিয়ে তিনি কারুর বিরুদ্ধেই কোনো মন্তব্য করছেন না বলে জানিয়েছিলেন। তাঁর দাবি, তিনি নিজেও একজন শিল্পী‌। অথচ আরেকজন শিল্পীর তরফে তাঁর সঙ্গে এই আচরণ করা হল! 

    উল্লেখ্য, এই শুটিং উপলক্ষে শান্তিনিকেতনে নিজের ইউনিট নিয়ে গিয়েছিলেন অরিজিৎ। এটাই প্রথম নয়, এর আগেও একাধিকবার শান্তিনিকেতনের বিভিন্ন জায়গায় দফায় দফায় শুটিং সেরেছেন তিনি‌। জানা গিয়েছে, কখনও নিজের কোনও পরিচিতের বাড়িতে, আবার কখনও হোটেলে থেকেছেন তিনি‌‌। শুটিং করতে গিয়ে কোনো নির্দিষ্ট জায়গায় থাকেননি তিনি। কিন্তু এবার শুটিং করতে গিয়ে ঘটল বিপত্তি। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 
  • Link to this news (আজকাল)