কলকাতা: বৃষ্টি কমতেই ভ্যাপসা গরমে নাহেজাল অবস্থা কলকাতাবাসীর। আজ, রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তালিকায় আছে কলকাতাও। এদিন শহরের আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে। আগামী সপ্তাহেও বেশ কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা জেলায় জেলায়। সেই সঙ্গে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গে হতে পারে ভারী বৃষ্টি। এমনই জানানো হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাসে।আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বভাস অনুযায়ী, এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে।গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ২৮.৬ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি বেশি। গতকাল ভোর সাড়ে ছ’টা থেকে শহরে কোথাও বৃষ্টি হয়নি।