• গরমে নাকাল দক্ষিণবঙ্গবাসী, ফের কবে নামবে স্বস্তির বৃষ্টি? জানাচ্ছে হাওয়া অফিস
    এই সময় | ১৭ আগস্ট ২০২৫
  • বঙ্গোপসাগরের উপরে ফের নতুন করে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। তবে পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব পড়বে না। হাওয়া অফিসের পূর্বাভাস, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়। অন্যদিকে, উত্তরবঙ্গের দিক থেকে এখনই মুখ ফেরাচ্ছে না বর্ষা। আজ, রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।

    আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার। এই নিম্নচাপটি মূলত ওডিশা ও অন্ধ্রপ্রদেশের উপরেই অবস্থান করবে এবং শক্তি ক্ষয় করে ধীরে ধীরে ঘূর্ণাবর্তে পরিণত হবে। এর জেরেই মৌসুমি অক্ষরেখা আপাতত পশ্চিমবঙ্গ ছেড়ে ওডিশায় অবস্থান করছে।

    সকাল থেকেই কলকাতার আকাশে কখনও চড়া রোদ, আবার কখনও মেঘলা। হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার শহরে বৃষ্টির সম্ভাবনা প্রবল। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ফলে ভুগতে হবে আর্দ্রতাজনিত অস্বস্তিতে।

    আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়।

    সোমবার বৃষ্টির পরিমাণ আরও কমবে। তবে, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ক্রমশ কমবে বৃষ্টির সম্ভাবনা।

    আজ, রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের চার জেলায়। জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস। বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায়।

    হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। তবে, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস।

  • Link to this news (এই সময়)