বকেয়া টাকা ফেরত চেয়েছিলেন, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংস অত্যাচার, ভিন রাজ্যে খুন বাংলার পরিযায়ী শ্রমিক!...
আজকাল | ১৭ আগস্ট ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ফের একবার ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের। মুর্শিদাবাদের ফরাক্কা থানার অন্তর্গত ইমামনগর-নয়নসুখ গ্রামের বাসিন্দা কাদের শেখ (৩০) নামে এক যুবক গত বেশ কয়েক বছর ধরে অন্ধ্রপ্রদেশে রাজমিস্ত্রি হিসেবে কাজ করতেন। মৃত ওই যুবকের পরিবারের তরফ থেকে অভিযোগ তোলা হয়েছে ,রাজমিস্ত্রি হিসেবে কাজ করে কাদের যে টাকা রোজগার করেছিলেন তা তিনি যে কন্ট্রাক্টারের অধীনে কাজ করতেন তার কাছেই রাখা ছিল। সেই টাকা ফেরত চাওয়ার জন্য কাদেরকে অন্ধ্রপ্রদেশে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার অন্ধপ্রদেশের একটি হাসপাতালে কাদেরের দেহের ময়না তদন্ত হচ্ছে। এরপর পরিবারের লোকেরা দেহটি গ্রামের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবেন। মৃতের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, তাঁরা ইতিমধ্যে গোটা ঘটনাটি লিখিত আকারে অন্ধ্রপ্রদেশ পুলিশের কাছে অভিযোগ হিসেবে দায়ের করেছেন। ফরাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, 'কাদের শেখ আমার বিধানসভা এলাকারই একটি গ্রামের বাসিন্দা। আমি শুনেছি অন্ধ্রপ্রদেশে কাজে গিয়ে ওই যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের সঙ্গে ইতিমধ্যেই আমার কথা হয়েছে। আমরা গোটা বিষয়টি তদারকি করছি। আমার তরফ থেকে মৃত ওই যুবকের দেহ গ্রামের বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।'
প্রসঙ্গত চেন্নাইতে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে দিন দুই আগে মোমিন শেখ নামে হরিহরপাড়ার এক যুবকের বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়। ওই ঘটনায় আরও ৭ জন পরিযায়ী শ্রমিক জখম হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রায় তিন মাস আগে ললিতপুরের গ্রামের বাসিন্দা জনৈক আশিক শেখ চেন্নাইতে কাজ করতে গিয়ে লোহার রড কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। গত মঙ্গলবার চেন্নাইতে অস্বাভাবিক মৃত্যু হয় স্বরুপপুর মাঠপাড়া গ্রামের বাসিন্দা সাদ্দাম শেখের। এবার এই তালিকায় যুক্ত হল ফরাক্কার কাদেরের নাম।