• মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার বুলা চৌধুরীর পদ্মশ্রী সহ অন্যান্য পদক, গ্রেপ্তার চোর
    বর্তমান | ১৭ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: অভিযোগ পাওয়ার পরে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে সাফল্য। প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর উত্তরপাড়ার বাড়ি থেকে পদক চুরির ঘটনার কিনারা করে ফেলল পুলিস। উদ্ধার করা হয়েছে পদ্মশ্রী এবং অন্যান্য পদকগুলি। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বাড়ি রিষড়ায়। রবিবার সাংবাদিক বৈঠক করে এই সাফল্যের কথা জানান শ্রীরামপুর পুলিস কমিশনারেটের ডিসি অর্ণব বিশ্বাস। তিনি জানিয়েছেন, ধৃতের বাড়িতে হানা দিয়ে প্রায় ২৯৫টি পদক উদ্ধার হয়েছে। সেগুলি প্রাক্তন সাঁতারুর হাতে তুলে দেওয়া হবে।

    গত বৃহস্পতিবার রাতে বুলাদেবীর দেবাইপুকুরের বাড়িতে চুরি হয়। পদ্মশ্রী ব্রোচ, রাষ্ট্রপতি পুরস্কার থেকে শুরু করে বিভিন্ন পদক সবই নিয়ে যায় দুষ্কৃতীরা। এমনকি বাথরুমের কলের মুখও খুলে নিয়ে যায় তারা। প্রাথমিকভাবে চন্দননগর কমিশনারেটের পুলিস তদন্ত শুরু করে। পাশাপাশি সিআইডিও তদন্তে নেমে পড়ে।  বিভিন্ন সূত্র ধরে একাধিক সন্দেহভাজনকে আটক করা হয়েছিল। তাদের জেরা করে ধৃতের নাগাল পান তদন্তকারীরা। রিষড়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয় চুরি যাওয়া পদকগুলি।

     স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, দেবাইপুকুরের ওই বাড়িতে বুলা চৌধুরী বহু বছর ধরেই থাকেন না। তবে তাঁর দাদা ও ভাই ওই এলাকাতেই থাকেন। শুক্রবার অর্থাৎ স্বাধীনতা দিবসের সকালে তাঁরা জানতে পারেন, ওই বাড়ির পিছনের দরজা খোলা। তারপর তাঁরা সেখানে গিয়ে দেখেন, সমস্ত পদক, পদ্মশ্রী ব্রোচ খোয়া গিয়েছে। গোটা বাড়ি লণ্ডভণ্ড। খবর পেয়ে বুলা চৌধুরী যেমন ছুটে আসেন।  এ নিয়ে হইচই পড়ে যায়।
  • Link to this news (বর্তমান)