• মুখ্যমন্ত্রীর নির্দেশে আগস্ট থেকেই সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেওয়ার কাজ শুরু
    দৈনিক স্টেটসম্যান | ১৭ আগস্ট ২০২৫
  • কন্যাশ্রী দিবসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী, এই বছর ১২ লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল উপহার দেওয়ার কাজ শুরু করছে রাজ্য সরকার। ‘সবুজ সাথী’ প্রকল্পের আওতায় এই সাইকেল বিতরণ প্রক্রিয়া পরিচালনা করবে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর সম্প্রদায় কল্যাণ দপ্তর। প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকছে পশ্চিমবঙ্গ এসসি, এসটি এবং ওবিসি উন্নয়ন এবং আর্থিক বিষয়ক পর্ষদ, যারা নোডাল এজেন্সি হিসেবে কাজ করছে।

    ধনধান্য প্রেক্ষাগৃহে ১৪ আগস্ট কন্যাশ্রী দিবসের মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করার পরই সাইকেল বিতরণের বিষয়ে তৎপর হয়েছে নবান্ন। সরকারি সূত্র জানিয়েছে, আগস্টের শেষ সপ্তাহ থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সাইকেল বিতরণ প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকেই রাজ্যে শারদোৎসব শুরু হবে। সেই উৎসবের আগে যাতে সিংহভাগ ছাত্রছাত্রীর হাতে সাইকেলের চাবি পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যেই দ্রুততার সঙ্গে কাজ শুরু হয়েছে প্রশাসনিক স্তরে।

    প্রসঙ্গত, সবুজ সাথী প্রকল্পের অধীনে নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হয়ে থাকে, যাতে তারা সহজে ও নিরাপদে স্কুলে যাতায়াত করতে পারে। এখনও পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ১ কোটি ৩৮ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী সাইকেল পেয়েছে। নতুন করে আরও ১২ লক্ষ ছাত্রছাত্রী সাইকেল পেলে মোট উপকৃত ছাত্রছাত্রীর সংখ্যা দাঁড়াবে প্রায় দেড় কোটিতে। প্রশাসনের শীর্ষ এক কর্তা জানিয়েছেন, ছাত্রছাত্রীদের হাতে সাইকেল তুলে দেওয়ার মাধ্যমে রাজ্যের শিক্ষা ক্ষেত্রে এক ইতিবাচক পরিবর্তন এসেছে। শিক্ষার্থীদের স্কুলছুট হারের হার কমেছে এবং শিক্ষার প্রতি আগ্রহ বেড়েছে।

    রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ শুধুমাত্র শিক্ষার উন্নয়নের উদ্দেশ্যে নয়, বরং আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই রাজ্যের বৃহৎ ভোটব্যাঙ্ক – সরকারি জনকল্যাণ প্রকল্পের উপভোক্তাদের মন জয় করার কৌশলও হতে পারে। বিশ্লেষকদের মতে, সরকারের একাধিক জনমুখী প্রকল্প যেমন কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, তার সঙ্গে সবুজ সাথীর মতো প্রকল্পকে একত্রিত করে মানুষের কাছে সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে শাসক দলের।

    রাজনৈতিক ব্যাখ্যা যাই হোক না কেন, বাস্তবক্ষেত্রে রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী যে উপকৃত হচ্ছে, তা নিয়ে সংশয় নেই প্রশাসনের। উৎসবের মরশুমে তাই ছাত্রছাত্রীদের মুখে হাসি ফোটাতে সাইকেল বিলির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)