দেবব্রত মণ্ডল, বারুইপুর: বাইকের চাবি কেড়ে নেওয়ায় বচসা। সেই থেকে হাতাহাতি। তারপরই ছুরির আঘাতে মৃত্যু হল এক যুবকের। তিন যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগ যুবকের সঙ্গীদের। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায়। ঘটনায় তীব্র চাঞ্চল্য।
মৃত যুবকের নাম শুভঙ্কর মণ্ডল। তিনি বারুইপুর থানার মাদারাট গ্রাম পঞ্চায়েতের টগরবেরিয়া প্রাথমিক বিদ্যালয়ের কাছে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। সঙ্গে ছিল তাঁর দুই বন্ধু। তাঁদের মধ্যে একজন নাবালক। শনিবার রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ অপরিচিত স্থানীয় তিন যুবক তাঁদের পথ আটকায়। জগায়, অরূপ ও ভূতো নামে তিনজন শুভঙ্করদের বাইকের চাবি কেড়ে নেয় বলে অভিযোগ। সেই সময় বচসা বাঁধে তাঁদের। তা থেকে হাতাহাতি বাধে। মৃত যুবকের সঙ্গীরা অভিযোগ করেছে এরপরই ছুরি নিয়ে হামলা চালায় ওই তিন স্থানীয় যুবক। শুভঙ্কর মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় তিন যুবক সেখান থেকে পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় শুভঙ্করকে বাইকে করে তার দুই সঙ্গী বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশে খবর যায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। এদিকে মৃত শুভঙ্করের সঙ্গে থাকা এক নাবালক ও বাবাই নামে দু’জনকে আটক করেছে পুলিশ। এদিকে অভিযুক্ত জগাই নস্করকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বাকি দু’জন পলাতক। আরও কয়েকজনকে আটক করেছেন তদন্তকারীরা। অভিযুক্ত জগাই বলেন, “এলাকায় চুরি হয়েছিল তাই অপরিচিতদের দেখে ওদের থামাই আমরা। পরে জানতে পারি ওরা এলাকায় আত্মীয়ের বাড়িতে এসেছিল। মদ্যপ অবস্থায় ছিল তিনজনই। বাইক থামাতেই আমাদের দিকে তেড়ে আসে শুভঙ্কর। ঝামেলা বাধে। আমার গলা চেপে ধরে ও। লোক নিয়ে আসার হুমকি দেয়। পরে আমি বাড়ি চলে যাই। তারপর কী হয়েছে জানি না।” ঘটনার তদন্তে পুলিশ।