• ব্যাঙ্কে চাকরি দেওয়ার নামে ৭ লক্ষ প্রতারণা! বসিরহাটে ধৃত ৬, উদ্ধার টাকা
    প্রতিদিন | ১৭ আগস্ট ২০২৫
  • গোবিন্দ রায়, বসিরহাট: কাগজে বেসরকারি ব্যাঙ্কের কর্মখালির বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেছিলেন চাকরিপ্রার্থী যুবক। নাম নথিভুক্তের জন্য টাকা নিয়ে হয় ফর্মফিলাপ। পরে ধাপে ধাপে আরও টাকা চাওয়া হয়। চাকরির আশায় প্রথমে টাকা দিয়েওছিল ওই যুবকের পরিবার। কিন্তু চাকরি তো হয়ইনি। বরং ধাপে ধাপে মোট ৭ লক্ষ টাকার বেশি নেওয়া হয়েছিল। প্রতারিত হয়েছে বুঝে শেষপর্যন্ত পুলিশের দ্বারস্থ হয় ওই পরিবার। ঘটনার তদন্তে নেমে পুলিশ ৬ প্রতারককে গ্রেপ্তার করল। উদ্ধার হল টাকা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে।

    জানা গিয়েছে, বসিরহাটের নৈহাটির বাসিন্দা বিক্রম মজুমদার চাকরি খুঁজছিলেন। গত জানুয়ারি মাসে একটি সংবাদপত্রে বেসরকারি ব্যাঙ্কের কাজের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল। চাকরির সন্ধানে থাকা ওই যুবক সেই বিজ্ঞাপনের নম্বরে যোগাযোগ করেন। প্রথমে ৪০১ টাকা দিয়ে ফর্মফিলাপ করানো হয় বলে অভিযোগ। এরপর বিভিন্ন নথির সঙ্গে ধাপে ধাপে টাকা চাওয়া হয়। চাকরির আশায় প্রথমে টাকা দিচ্ছিলেন ওই যুবক। কিন্তু বেশ কয়েকমাস কেটে গেলেও চাকরি হয়নি! উলটে ওই পরিবারের থেকে মোট ৭ লক্ষ ২ হাজার টাকা নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।

    প্রতারিত হচ্ছে, বুঝে বসিরহাট সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই পরিবার। লিখিত অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করা হয়। একে একে মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ পুরো ৭ লক্ষ ২ হাজার টাকাই উদ্ধার করেছে। গোটা টাকাই বিক্রম ও তাঁর পরিবারের সদস্যদের হাতে তুলে দিল বসিরহাট সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতরা আর কোনও প্রতারণার সঙ্গে জড়িয়ে কিনা, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
  • Link to this news (প্রতিদিন)