• কামারহাটিতে চাঁদার জুলুম, যুবককে মারধর, ৩৬ ঘণ্টার মধ্যে পুলিশের জালে ৩
    প্রতিদিন | ১৭ আগস্ট ২০২৫
  • অর্ণব দাস, বারাকপুর: কামারহাটিতে যুবককে মারধর ও মুখ থেঁতলে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩। রোহিত সিং ও তাঁর দুই সাগরেদ সায়ন দাস ও সৌরভ দত্তকে গ্রেপ্তার করল বেলঘরিয়া থানার পুলিশ। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সায়ন দাস ও সৌরভ দত্তকে বসিরহাটের টাকি থেকে গ্রেপ্তার করা হয়েছে। রোহিত সিং ধরা পড়েছে বারাকপুর থেকে। তাঁদের পুলিশ হেফাজত চেয়ে আদালতে পেশ করা হয়েছে।

    শুক্রবার রাতে কামারহাটি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের পাখির খাচা অঞ্চলে গণেশ চতুর্থীর চাঁদা নিয়ে জুলুমবাজির অভিযোগ ওঠে কয়েকজন যুবকের বিরুদ্ধে। দাবি না মানায় আদিত্য মোহন্তী নামে বয়স বাইশের এক যুবককে বেধড়ক মারধর ও ইটের আঘাতে মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ ওঠে রোহিত সিং ও তাঁর দলবলের বিরুদ্ধে। আহত যুবককে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানেই চিকিৎসাধীন। যুবকের মায়ের অভিযোগ, “ছেলের কাছে ওরা ৫০ হাজার টাকা চাঁদার দাবি করে। ওত টাকা দিতে পারবে না বলে জানায় ছেলে। তারপরই ওকে বেধড়ক মারধর করে রোহিত, সৌরভ, সায়ন, ওম, অগ্নিভোগ,দেবপ্রিয়, তন্ময়রা। তাছাড়া এরা এলাকায় মদ, গাঁজা খায় ওরা। অসামাজিক কাজ করে।”

    এই ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। স্থানীয়রা জানান, শুধু চাঁদার জুলুমবাজি নয়, এলাকার এক যুবকরা সমাজবিরোধী কাজ করেন। মদ , গাজা খাওয়ার আখড়া বানিয়ে দিয়েছে তাঁরা। তাঁদের কিছুই বলা যায় না। একই অভিযোগ তোলেন আক্রান্ত যুবকের মাও। ছেলেকে মারধর করায় থানায় অভিযোগ জানান তিনি। তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)