• সম্পর্কে চিড়! ‘আত্মঘাতী’ সোদপুরের যুবক, প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার প্রেমিকা
    প্রতিদিন | ১৭ আগস্ট ২০২৫
  • অর্ণব দাস, বারাকপুর: প্রেমের সম্পর্কে জটিলতা! ‘আত্মঘাতী’ যুবক। প্রেমিকার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ। যুবতীর বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয়দের। প্রেমিকাকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে সোদপুরে। যুবতীর শাস্তি চেয়ে সরব হয়েছেন স্থানীয়রা। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম বিবেক দাস। তিনি সোদপুরের বাসিন্দা। তাঁর বাড়ির এলাকারই বাবলি পান্ডে নামে এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। দীর্ঘদিন তাঁদের প্রেম ছিল। সম্প্রতি তাঁদের সম্পর্কে চিড় ধরে। প্রতিদিন তাঁদের ঝামেলা বাড়ছিল। এরপরই আত্মহত্যা করে যুবক। বাড়ি থেকেই দেহ উদ্ধার হয়। অভিযোগ প্রেমিকা আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন।

    দেহ উদ্ধারের পর ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রেমিকার জন্যই তাঁর ছেলে আত্মঘাতী হয়েছেন বলে দাবি করেন যুবকের মা। বাবলির বাড়ির সামনে জড়ো হন স্থানীয়রা। বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। যুবকের মা আশা দাস বলেন, ” আমি ওই মেয়ের শাস্তি চাই। মেয়েটার জন্যই আমার ছেলে আত্মঘাতী হয়েছে।” স্থানীয় বাসিন্দা রঞ্জন হালদারের কথায়, “মেয়েটির একাধিক যুবকের সঙ্গে সম্পর্ক রয়েছে। ওর কারণেই ছেলেটি আত্মহত্যা করেছে। আমরা ওর শাস্তি চাই।” এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়দহ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)