• বরানগরে তৃণমূল কাউন্সিলার অঞ্জন পালের বাড়িতে হামলা মহিলার, ‘রাত দখল’ যোগ!
    প্রতিদিন | ১৭ আগস্ট ২০২৫
  • অর্ণব দাস, বারাকপুর:  বরানগরে তৃণমূল কাউন্সিলার অঞ্জন পালের বাড়িতে হামলা। এক মহিলা এই হামলা চালান বলে অভিযোগ। একেবারে বাঁশ হাতে চলে এই হামলা। ভেঙে দেওয়া হয় কাউন্সিলারের বাড়ির একের পর এক জানলার কাচ। এমনকী দরজাতেও বাঁশ দিয়ে একের পর এক আঘাত করা হয় বলে অভিযোগ। গত ১৪ আগস্ট মধ্যরাতে এই হামলার ঘটনা ঘটে বরানগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে। ঘটনায় রীতিমত আতঙ্কিত অঞ্জন পাল। ঘটনার পরেই স্থানীয় বরানগর থানায় লিখিত অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে মুল অভিযুক্ত সহ তিন মহিলাকে আটক করে। কেন এই ঘটনা তা জানতে শুরু হয়েছে তদন্তও।

    পুলিশের প্রাথমিক অনুমান, ওই মহিলা মদ্যপ অবস্থায় ছিল। অপ্রকৃত অবস্থাতেই এই ঘটনা ঘটিয়েছে। যদিও এর পিছনে অন্য কোনও কারণ আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তবে মধ্যরাতে এভাবে হামলা এবং ভাঙচুরের ঘটনায় রীতিমতো আতঙ্কিত তৃণমূল কাউন্সিলর অঞ্জন পাল সহ পরিবারের সদস্যরা। বরানগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তথা পুর পারিষদ সদস্য অঞ্জন পাল। বরানগরের অন্যতম একটি পুজোর উদ্যোক্তাতাও তিনি। যথেষ্ট পরিচিত একজন মুখ। সম্পূর্ণ ঘটনা ধরা পড়েছে কাউন্সিলারের বাড়িতে বসানো সিসিটিভিতে। সেই ফুটেজও ইতিমধ্যে সংবাদমাধ্যমের হাতে এসেছে।

    যেখানে দেখা গিয়েছে, এক মহিলাকে ছুটে আসছেন এবং বাঁশ হাতে হামলা চালাচ্ছেন। শুধু তাই নয়, জানলার কাচ ভাঙচুর করার সময় ড্রেনেও পড়ে যেতে দেখা যায় ওই মদ্যপ মহিলাকে। আওয়াজ পেয়ে এলাকার মানুষজন ছুটে আসেন। এমনকী পরে অভিযুক্ত ওই মহিলার আরও দুই সঙ্গীও ঘটনাস্থলে আসেন বলে জানা গিয়েছে। আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। অভিযোগ, তাঁরাও মদ্যপ অবস্থায় ছিলেন।

    অঞ্জন পাল জানিয়েছেন,”১৪ আগস্ট গভীর রাতে শুয়ে পড়েছিলাম। হঠাৎ অফিস ঘরের দরজায় আওয়াজ হচ্ছে। প্রথমে ভেবেছিলাম পাড়ার ছেলেরা পতাকা লাগাচ্ছে। এরপর শুনলাম জানলার কাচ ভাঙার আওয়াজ। তখন কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। পরে দেখলাম বছর ২৬ এর একটি মেয়ে উদ্দেশ্যপ্রণোদিত দাণ্ডা হাতে দরজায় মারছে।” তৃণমূল নেতার কথায়, ”মেয়েটি একেবারে মদ্যপ অবস্থায় ছিল। কিছুক্ষণ পরেই আরও দুটি মেয়ে তাঁর সঙ্গে যোগ দিল।” অভিযুক্ত মহিলাকে উদ্ধার করতেই তাঁরা আসেন বলে দাবি তৃণমূলনেতার। 

    রাতেই এই বিষয়ে বরানগর থানায় অভিযোগ করেন অঞ্জল পাল। তবে এই ঘটনার সঙ্গে রাত দখলের মেয়েরা জড়িত বলে বিস্ফোরক দাবি করেন তিনি। কাউন্সিলারের কথায়, ”রাত দখলের মেয়েরাই অসৎ উদ্দেশ্য নিয়ে এই কাজটা করেছে বলে আমার ধারণা।” ইতিমধ্যে জেলা নেতৃত্বকে পুরো বিষয়টি জানিয়েছেন তৃণমূলনেতা। বলে রাখা প্রয়োজন, অভয়ার বিচারের দাবিতে রাত দখলের বর্ষপূর্তিতে গত ১৪ আগস্ট রাত দখলের কর্মসূচি নেওয়া হয়।
  • Link to this news (প্রতিদিন)