• কন্যাশ্রী দিবসে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, আরও ১২ লক্ষ পড়ুয়া পাবে সবুজ সাথীর সাইকেল
    হিন্দুস্তান টাইমস | ১৭ আগস্ট ২০২৫
  • রাজ্যের স্কুলপড়ুয়াদের জন্য ফের সুখবর। কন্যাশ্রী দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার ঘোষণা করেছেন, সবুজ সাথী প্রকল্পে আরও ১২ লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হবে। দক্ষিণ কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ধাপে ধাপে এই সাইকেল পাবে।


    প্রশাসন সূত্রে খবর, অগস্ট মাসের শেষ সপ্তাহ থেকেই সাইকেল বিতরণের কাজ শুরু করার লক্ষ্য নেওয়া হয়েছে। সেপ্টেম্বরের শেষেই পুজোর মরসুম শুরু হয়ে যাবে। তার আগেই বেশিরভাগ পড়ুয়ার হাতে সাইকেল তুলে দিতে চাইছে নবান্ন। তাই ঘোষণার কয়েক দিনের মধ্যেই সমস্ত দফতরকে দ্রুত পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি সূত্রের দাবি, উৎসবের আগে যতটা সম্ভব কাজ শেষ করার চেষ্টা চলছে। সবুজ সাথী প্রকল্পের মূল দায়িত্বে রয়েছে পশ্চিমবঙ্গের অনগ্রসর সম্প্রদায় কল্যাণ দফতর। আর সাইকেল কেনা ও বিতরণের কাজের নোডাল এজেন্সি হিসেবে কাজ করছে পশ্চিমবঙ্গ এসসি, এসটি এবং ওবিসি উন্নয়ন ও আর্থিক বিষয়ক পর্ষদ। সরকারি হিসাবে এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৩৮ লক্ষ পড়ুয়া এই প্রকল্পের সুবিধা পেয়েছে। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে সেই সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় দেড় কোটিতে।

    রাজ্যের বহু পড়ুয়া গ্রাম ও শহরতলির দূরবর্তী জায়গা থেকে প্রতিদিন কয়েক কিলোমিটার পথ পেরিয়ে স্কুলে যায়। সরকারি পরিবহনের সুযোগ সব জায়গায় নেই। ফলে এই সাইকেল প্রকল্প বহু পড়ুয়ার কাছে একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে। অভিভাবকদের কথায়, সাইকেল পাওয়ায় সময় বাঁচছে, সন্তানদের পড়াশোনার প্রতি আগ্রহও বাড়ছে। রাজনৈতিক মহল মনে করছে, কন্যাশ্রী দিবসে এই ঘোষণার মাধ্যমে ফের জনকল্যাণমূলক প্রকল্পকে সামনে আনলেন মুখ্যমন্ত্রী। আগামী বছরের মধ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। তার আগে ভোটারদের কাছে সরকারি প্রকল্পের সুফল পৌঁছে দিতে মরিয়া রাজ্য সরকার। শাসক শিবিরের মতে, সবুজ সাথী কেবল একটি পরিবহন সুবিধা নয়, বরং শিক্ষার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ হাতিয়ার। নবান্নের এক শীর্ষ আধিকারিক জানান, মুখ্যমন্ত্রী ঘোষণার দিন থেকেই প্রস্তুতি শুরু করেছেন। লক্ষ্য, যত দ্রুত সম্ভব ছাত্রছাত্রীদের হাতে সাইকেল পৌঁছে দেওয়া। প্রশাসনের বিভিন্ন স্তরে ইতিমধ্যেই তালিকা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পড়ুয়াদের হাতে প্রথম দফার সাইকেল তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)