• মোদী-মমতা একসঙ্গে উদ্বোধন করবেন কলকাতা মেট্রোর ৩ রুটের? 'ইতিহাস' দেখবে বাংলা?
    হিন্দুস্তান টাইমস | ১৭ আগস্ট ২০২৫
  • আগামী সপ্তাহে কলকাতার পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে নতুন পালক। তিনটি নতুন মেট্রো রুট একসঙ্গে চালু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, ২২শে অগস্ট দমদম থেকে এই মেট্রো রুট গুলির উদ্বোধন করবেন তিনি। কেবল প্রশাসনিক কর্মসূচি নয়, রাজনৈতিক দিক থেকেও এই সফরকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। কারণ, অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে যোগ দেবেন কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।


    রেল মন্ত্রক নিশ্চিত করেছে, এই আমন্ত্রণপত্র সাধারণ কোনও নোটিশ নয়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চিঠির সঙ্গে যুক্ত করেছেন একটি পূর্ণাঙ্গ তথ্যপত্র, যেখানে রাজ্যে চলমান বিভিন্ন রেল প্রকল্প ও বাজেট বরাদ্দের খুঁটিনাটি উল্লেখ রয়েছে। ফলে আমন্ত্রণের পাশাপাশি এটি কেন্দ্রের পক্ষ থেকে এক ধরনের হিসাবনিকাশের খোলসা বলেই মনে করছে রাজনৈতিক মহল।ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। তৃণমূল দাবি করেছিল, নিমন্ত্রণপত্র পৌঁছেছিল শেষ মুহূর্তে, ফলে পূর্বনির্ধারিত কর্মসূচি বদলে মুখ্যমন্ত্রীর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত হওয়া সম্ভব হয়নি। সেই অভিজ্ঞতা থেকেই এবার বাড়তি সতর্ক রেল মন্ত্রক। যাতে অভিযোগের সুযোগ না থাকে, তাই যথেষ্ট আগেভাগেই চিঠি পাঠানো হয়েছে।

    রাজ্যের মেট্রো প্রকল্পগুলির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক দীর্ঘদিনের। রেলমন্ত্রী থাকাকালীন বহুবার কেন্দ্র থেকে অর্থ আনতে, নতুন রুটের অনুমোদন করাতে তাঁকেই লড়তে হয়েছে। ফলে বর্তমান সরকারের এই বড়সড় কর্মসূচিতে তাঁকে আনুষ্ঠানিকভাবে ডাকাই স্বাভাবিক বলে মনে করছেন অনেকেই।

    তবে প্রশ্ন রয়ে গিয়েছে, মুখ্যমন্ত্রী এই আমন্ত্রণ গ্রহণ করবেন কিনা। কেন্দ্রের তরফে সব সৌজন্যতা দেখানো হলেও নবান্ন এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। অন্যদিকে বিজেপি শিবির ইতিমধ্যেই জোর প্রচার শুরু করেছে, সামাজিক মাধ্যমে রেলমন্ত্রী এবং দলের রাজ্য নেতৃত্ব খবরটি ছড়িয়ে দিচ্ছেন। ২২ অগস্টের দিন তাই শহরের নজর থাকবে দমদমে। তিনটি নতুন মেট্রো রুট উদ্বোধনের মঞ্চে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে একসঙ্গে দেখা যাবে কিনা, সেটাই হয়ে উঠেছে সবচেয়ে বড় প্রশ্ন।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)