• CU-এর গার্লস হস্টেলে ছাত্রীর ঘরে ঢুকে পড়ল যুবক, চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
    হিন্দুস্তান টাইমস | ১৭ আগস্ট ২০২৫
  • কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীবাসে নিরাপত্তা নিয়ে ফের উঠল প্রশ্ন। শনিবার গভীর রাতে রাজাবাজার সায়েন্স কলেজের হস্টেলে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, তৃতীয় বর্ষের ছাত্রী সায়ন্তনী চক্রবর্তীর ঘরে হঠাৎ ঢুকে পড়ে এক অজ্ঞাতপরিচয় যুবক। ওই ছাত্রীর দাবি, তাঁর ব্যাগ ও অন্যান্য সামগ্রী তছনছ করে দেয় অভিযুক্ত। মোবাইল ফোনও খোয়া যায়। তিনি বাধা দিতে গেলে যুবক তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়।


    ছাত্রীর বক্তব্য, ঘটনার সময় বারান্দার দরজা খোলা ছিল। ঘরে হঠাৎ ট্রলিব্যাগ পড়ে যাওয়ার শব্দ শুনে ঘুম ভাঙতেই চোখে পড়ে ওই যুবককের ওপর। মুহূর্তের মধ্যেই বারান্দার পাইপ বেয়ে নেমে অদৃশ্য হয়ে যায় সে। পরে দেখা যায় মোবাইল ফোন নেই। টাকার মতো অন্য কিছু খোয়া গিয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার পরপরই ছাত্রী হস্টেলের সুপারকে জানান। অভিযোগ, তিনি প্রথমে জানান, এখন আর কিছু করার নেই, পরে দেখা হবে। উলটে নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষী প্রশ্ন তোলেন, কেন বারান্দার দরজা খোলা ছিল। এরপর ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য ছাত্রীরাও। এদিন দুপুরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে শনিবার রাত পর্যন্ত থানায় লিখিত অভিযোগ জমা হয়নি। ঘটনার পর থেকেই ছাত্রীরা হস্টেলের নিরাপত্তাহীনতার বিরুদ্ধে সরব হয়েছেন। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরাও হস্টেলের বাইরে বিক্ষোভ দেখান।

    হস্টেল সুপার চান্দ্রেয়ী মুর্মুর দাবি, ছাত্রীদের বারবার বলা হয়েছে দরজা-জানলা খোলা রেখে শোয়া যাবে না। ওই রাতে ফোন নম্বর হাতে না থাকায় সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো সম্ভব হয়নি। পরে সেক্রেটারিকে বিষয়টি জানিয়েছিলেন। এদিকে ছাত্রীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি না করা হলে তাঁদের আন্দোলন চলবে। এক ছাত্রী বলেন, হস্টেলে থাকাটা নিরাপদ মনে হচ্ছে না। রাতবিরেতে যে কেউ ঢুকে পড়তে পারে, এটা মানা যায় না।কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের হস্টেলেই যখন এভাবে অনায়াসে অনধিকার প্রবেশ ঘটছে, তখন ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশাসনের দায়িত্ব কতটা, তা নিয়েই প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)