• পথদুর্ঘটনায় মৃত্যু সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যাপকের
    এই সময় | ১৭ আগস্ট ২০২৫
  • মেয়ের সঙ্গে দেখা করে ফেরার পথে পথদুর্ঘটনায় মৃত্যু হলো সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যাপকের। খড়্গপুর আইআইটিতে মেয়ের সঙ্গে দেখা করে সিউড়ি ফিরছিলেন সিউড়ি বিদ্যাসাগর কলেজের শারীরবিদ্যা বিভাগের অধ্যাপক অমলকুমার পারি (৫৫) ও তাঁর স্ত্রী চামেলি সামন্ত। পশ্চিম মেদিনীপুরের ধাদিকার জঙ্গলের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মারে। তাঁদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় গড়বেতা থানার পুলিশ। সেখানেই অমলকুমারকে মৃত বলে ঘোষণা করা হয়। আপাতত স্থিতিশীল চামেলি সামন্ত।

    অধ্যাপক অমলকুমার পারির মেয়ে খড়্গপুরে আইআইটির ছাত্রী। শনিবার তাঁর সঙ্গেই দেখা করতে গিয়েছিলেন সস্ত্রীক ওই অধ্যাপক। হাসপাতালে বসে চামেলি সামন্ত বলেন, ‘বেলা তখন ৩টে ১০ হবে। উনিই গাড়ি চালাচ্ছিলেন। আমি বসেছিলাম গাড়িতে। বুঝলামই না কী ভাবে কী হলো। হয়ত চোখ লেগে যাচ্ছিল।’

    মনে করা হচ্ছে, চোখ লেগে যাওয়ার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দেবনাথ বাউরি। তিনি জানান, সিউড়ি থেকে তাঁর কাছে খবর আসার পরেই হাসপাতালে যান। যে হেতু অধ্যাপক ও তাঁর স্ত্রী গাড়িতে ছিলেন, ফলে আত্মীয়স্বজনদের খবর পেয়ে আসতেও বেশ কিছুটা সময় লাগে। সেখান থেকেই দেহ বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

  • Link to this news (এই সময়)