পদ্মশ্রীর মূল পদক খোয়া যায়নি, ছিল কলকাতার বাড়িতেই! জানালেন বুলা চৌধুরী
আনন্দবাজার | ১৭ আগস্ট ২০২৫
প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর হিন্দমোটরের বাড়ি থেকে চুরি গিয়েছিল প্রচুর স্মারক ও পদক। প্রাথমিক ভাবে অভিযোগ ছিল, চুরি গিয়েছে পদ্মশ্রীও। অন্তত তেমনটাই দাবি করেছিলেন বুলা। রবিবার প্রাক্তন সাঁতারু জানালেন, রাষ্ট্রপতির হাত থেকে পাওয়া পদ্মশ্রীর মূল পদকটি খোয়া যায়নি। সেটি রয়েছে কলকাতার বাড়িতে।
রবিবার বুলা জানিয়েছেন, পদ্মশ্রীর মূল পদকটি চুরি যায়নি। তিনি বলেন, ‘‘পদ্মশ্রী পুরস্কার হিসাবে মূলত দু’টি স্মারক দেওয়া হয়। অপেক্ষাকৃত বড় আকারের স্মারকটি রাষ্ট্রপতি বুকে ব্যাজ হিসাবে পরিয়ে দেন। ওটা আমার কলকাতার বাড়িতে রাখা আছে। আর একটি ছোট স্মারক দেওয়া হয়, যেটা চাইলে যে কোনও সরকারি জায়গায় পরে যাওয়ার অধিকার আমার রয়েছে। ওটা এখনও খুঁজে পাইনি। হিন্দমোটরের বাড়িতে আরও এক বার খুঁজে দেখতে হবে।’’
৩২ বছরের সংসার, পুত্র ‘দিতে না পারায়’ স্ত্রীকে ঘরছাড়া করেছেন স্বামী! প্রতিবাদে ৩ কন্যাকে নিয়ে ধর্নায় প্রৌঢ়া
গত শুক্রবার হুগলির হিন্দমোটর দেবাইপুকুরে পদ্মশ্রী প্রাপক বুলার বাড়িতে চুরির ঘটনা প্রকাশ্যে আসে। তাঁর দাবি, তাঁর পেশাগত জীবনে প্রাপ্ত যাবতীয় পদক ঘরের একটি আলমারিতে রাখা ছিল, সেখান থেকে সব কিছু চুরি গিয়েছে। বুলা হিন্দমোটরের বাড়িতে নিয়মিত থাকেন না। কলকাতায় বসে চুরির খবর পান। ফাঁকা বাড়ি থেকে পদ্মশ্রী স্মারক-সহ সমস্ত পদক চুরি হয়ে গিয়েছে শুনে ভেঙে পড়েন তিনি। চুরির ঘটনার তদন্তে নামে সিআইডি। বেশ কয়েক জন সন্দেহভাজনকে আটক করে পুলিশ। তাঁদের মধ্যে এক জনকে জিজ্ঞাসাবাদ করে চুরির বিষয়ে বিস্তারিত তথ্য মেলে বলে পুলিশের দাবি। শেষমেশ অভিযোগের ৪৮ ঘণ্টার মধ্যে চোরকে গ্রেফতার করা হয়। রবিবার শ্রীরামপুর ডিসিপি অফিসে এ নিয়ে সাংবাদিক বৈঠক করে পুলিশ জানায়, চুরি যাওয়া ২৯৫টি মেডেল উদ্ধার করা হয়েছে। এ জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশকে ধন্যবাদও জানান প্রাক্তন সাঁতারু। তবে বুলার দাবি, এখনও সব পদক ও স্মারক উদ্ধার হয়নি। সেগুলির খোঁজ করছে পুলিশ।