• দ্বিতীয় হুগলি সেতু ২৪ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত বাতিল, এই খবর ঠিক সময়ে দিতে না-পারার জন্য আমরা দুঃখিত
    আনন্দবাজার | ১৭ আগস্ট ২০২৫
  • গত মঙ্গলবার (১২ অগস্ট) কলকাতা পুলিশের দেওয়া বিজ্ঞপ্তির উল্লেখ করে আমরা পাঠকদের জানিয়েছিলাম, সেতুর মেরামতি এবং কোনা এক্সপ্রেসওয়েতে ‘এলিভেটেড করিডর’-এর কাজের জন্য শনিবার (১৬ অগস্ট) রাত ৯টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত বন্ধ রাখা হবে বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু)। ওই সময়ে কোনও ভারী গাড়ি সেতু দিয়ে চলাচল করবে না। কিন্তু শনিবার পুলিশের পক্ষ থেকে আর একটি বিবৃতি দিয়ে জানানো হয়, বিশেষ কারণে সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। ফলে স্বাভাবিক ভাবেই যান চলাচল করবে।

    শনিবারের খবরটি আমরা পাঠকদের কাছে পৌঁছে দিতে পারিনি, যা আমাদের দায়িত্বের মধ্যে ছিল। উপরন্তু, মঙ্গলবারের লেখা খবরটিকেই শনিবার সন্ধ্যায় আমরা আবার সামনের দিকে নিয়ে এসেছিলাম পরিবর্তিত সিদ্ধান্ত না-জানার কারণে। এই অজ্ঞতা এবং গুরুতর ত্রুটি পাঠকদের বিভ্রান্ত করার পক্ষে যথেষ্ট। অনেক পাঠক বিভ্রান্ত হয়েছেন বলে আমরা জানতেও পেরেছি। গুরুতর এই ভুলের জন্য আমরা পাঠকদের কাছে আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী। ভবিষ্যতে এই ধরনের ক্ষেত্রে আমরা আরও সতর্ক এবং সজাগ থাকব।
  • Link to this news (আনন্দবাজার)