তিনদিনেই ৭ কোটি পার ‘ধূমকেতু’র, রবিবারে উৎসব আমেজ, বলছেন উচ্ছ্বসিত পরিচালক
প্রতিদিন | ১৭ আগস্ট ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ধূমকেতু’ জ্বরে কাবু একটা গোটা প্রজন্ম। শুধু কি তাই? এই জ্বরে কাবু বাংলা ছবির দর্শকও। এ কথা অস্বীকার করার কোনও উপায় নেই। রবিবার সারা শহর জুড়ে বিভিন্ন সিনেমাহলে ঝোড়ো ব্যাটিং করল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছবি ‘ধূমকেতু’। এই দিনটিকে উৎসবের দিনের সঙ্গে তুলনা করলেন সুপারস্টার দেব ও পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।
তৃতীয় দিনে এই ছবির বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে ১.৮৭ কোটি টাকায়। শুধু তাই নয়য় এই বক্স অফিস কালেকশনের সঙ্গে সঙ্গেই সবমিলিয়ে ৭কোটির ঘরে প্রবেশ করল ‘ধূমকেতু’। শুধু তাই নয় একইসঙ্গে ৩৫০টি সিনেমাহলে এই ছবির শো হাউসফুল। এ শুধু ছবির টিমের জন্য নয় বরং বাংলা চলচ্চিত্র জগতের জন্যও এক স্বস্তির খবর। ছবির এমন সাফল্যে দর্শককে ধন্যবাদ জানিয়ে রবিবাসরীয় সকালেই একটি পোস্ট করেন সুপারস্টার দেব। ক্যাপশনে লেখেন, ‘বাংলা ছবির নতুন ইতিহাস গড়ার জন্য ধন্যবাদ।’
উল্লেখ্য, ওপেনিং ইনিংসেই বাংলার বক্স অফিসে বলিউড এবং দক্ষিণী সিনেমা ‘ওয়ার ২’, ‘কুলি’কে যোগ্য জবাব দিয়ে ২.১০ কোটির ব্যবসা করে ফেলেছিল ‘ধূমকেতু’। দ্বিতীয় দিনে ৩.০২ কোটি টাকার ব্যবসা ও মাত্র তিন দিনেই সাত কোটির ব্যবসা করে বাংলা সিনেমার ইতিহাসে নতুন মাইলফলক গড়ল ‘ধূমকেতু’।