• দুর্গাপুজোর ‘উপহার’ পূর্ব রেলের, হাওড়া-শিয়ালদহ থেকে বিশেষ ট্রেনের ঘোষণা
    এই সময় | ১৮ আগস্ট ২০২৫
  • আর ৪০ দিনের অপেক্ষা। তার পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর দুর্গাপুজো মানেই পর পর লক্ষ্মীপুজো, কালীপুজো, দিওয়ালি, ছটপুজো, জগদ্ধাত্রী পুজো—লম্বা ছুটি। পুজোর ছুটিতে বেড়াতে যান বহু মানুষ। ইতিমধ্যেই টিকিটও কেটে ফেলেছেন অনেকে। অনেকে আবার টিকিট না পাওয়ার কথাও বলছেন। এরই মধ্যে পুজোর উপহার পূর্ব রেলের। হাওড়া, শিয়ালদহ থেকে একগুচ্ছ পুজো স্পেশাল ট্রেনের ঘোষণা করা হলো। প্রতিবারই পুজোর আগে দফায় দফায় একাধিক ট্রেনের ঘোষণা করা হয় রেলের তরফে। আপাতত প্রথম দফার ঘোষণা সারা।

    হাওড়া থেকে রক্সৌল, অন্যদিকে শিয়ালদহ থেকে গোরক্ষপুর পর্যন্ত সাপ্তাহিক ও দ্বিসাপ্তাহিক ট্রেনের ঘোষণা করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর থেকে হাওড়া-রক্সৌল ও রক্সৌল-হাওড়ার স্পেশাল ট্রেন শনিবার ও রবিবার চলবে।

    এই রুটের স্পেশাল ট্রেন শনিবার ও রবিবার হাওড়া থেকে ছেড়ে ব্যান্ডেল, বর্ধমান, আসানসোল, জসিডি, রক্সৌলে পৌঁছবে। রক্সৌল থেকে স্পেশাল ট্রেন ফিরবে রবিবার ও সোমবার। ট্রেন দাঁড়াবে দুর্গাপুর, চিত্তরঞ্জন, মধুপুর, ঝাঝা, কিউল, বরৌনি, দলসিংহ সরায়, সমস্তিপুর, দ্বারভাঙা, কমতৌল, জনকপুর রোড, সীতামারি, বৈরগনিয়াতেও।

    অন্য দিকে দ্বি সাপ্তাহিক স্পেশাল ট্রেন চলবে শিয়ালদহ থেকে গোরক্ষপুর পর্যন্ত। ৩০ সেপ্টেম্বর থেকে চালু হবে তা। শিয়ালদহ থেকে এই স্পেশাল ট্রেন ছাড়বে মঙ্গলবার ও বৃহস্পতিবার। ফিরবে বৃহস্পতিবার ও শনিবার। এই ট্রেন দাঁড়াবে বর্ধমান, আসানসোল, জসিডি, পাটনা ও গোরক্ষপুরে। থামবে দুর্গাপুর, চিত্তরঞ্জন, মধুপুর, ঝাঝা, জামুই, কিউল, মোকামা, বখতিয়ারপুর, রাজেন্দ্রনগর, পাটলিপুত্র, দিঘওয়ারা, ছপরা, সিওয়ান, দেওরিয়া সদরে।

    এ ছাড়া আসানসোল থেকেও গোরক্ষপুর ও পাটনা পর্যন্ত স্পেশাল ট্রেন চলবে।

  • Link to this news (এই সময়)