• বিয়ের পর থেকেই নির্যাতনের অভিযোগ, বাগদায় স্ত্রী ‘খুনে’ গ্রেপ্তার স্বামী
    প্রতিদিন | ১৮ আগস্ট ২০২৫
  • জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ১১ বছর আগে ভালোবেসে বিয়ে। অভিযোগ, বিয়ের পর থেকেই গৃহবধূর উপর চলত শারীরিক ও মানসিক নির্যাতন। এবার শ্বশুরবাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেল ওই বধূকে। স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার হল স্বামী। মৃতার নাম হাসিনা মণ্ডল(৩১)। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার বনগাঁর বাগদা এলাকায়।

    পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১১ বছর আগে গনি খানের সঙ্গে ভালোবেসে বিয়ে হয় হাসিনা মণ্ডলের। বিয়ের পর থেকে গনি খান বাগদার করং এলাকায় শ্বশুরবাড়িতেই থাকত। মৃতার পরিবারের দাবি, প্রথমে এই বিয়ে ও জামাইয়ের ওই বাড়িতেই থাকা নিয়ে আত্মীয়-স্বজনের মধ্যে অনেক আপত্তি ছিল। যদিও পরে এই নিয়ে আর কথা ওঠেনি। অভিযোগ, বিয়ের পর থেকেই স্ত্রীর উপর নির্যাতন চালাত গনি খান। মানসিক নির্যাতনের পাশাপাশি স্ত্রীকে বেধড়ক মারধরও করা হত বলে অভিযোগ। শ্বশুরবাড়ির তরফে এই নিয়ে বহুবার প্রতিবাদ করলেও জামাই কথা কানে তোলেনি বলে অভিযোগ।

    সেই পরিস্থিতিতে শনিবার বাড়িতেই দেহ উদ্ধার হয় হাসিনা মণ্ডলের। গনি স্ত্রীকে ‘খুন’ করেছে বলে অভিযোগ ওঠে। মৃতার পরিবারের দাবি, হাসিনাকে নির্মমভাবে অত্যাচার করে মেরে ফেলা হয়েছে। বাগদা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গনি খানের বিরুদ্ধে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আজ, রবিবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। অভিযুক্তের কঠিন শাস্তির দাবি জানানো হয়েছে মৃতার পরিবারের তরফ থেকে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
  • Link to this news (প্রতিদিন)