• আঠারো মাসের শিশুকন্যার যৌন হেনস্তা, ধৃত অভিযুক্ত
    বর্তমান | ১৮ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: আঠারো মাসের শিশুকন্যাকে যৌন হেনস্তা করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ নিয়ে অভিযোগ জমা হতেই শনিবার রাতে গ্রেপ্তার করা হল অভিযুক্ত যুবককে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম কালু শর্মা। শিলিগুড়ি শহরের কুলিপাড়ায় ধৃতের বাড়ি। 

    রবিবার প্রধাননগর থানার আইসি বাসুদেব সরকার বলেন, আমাদের কাছে অভিযোগ জমা পড়তেই আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। পকসো ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। 

    ঘটনাটি ঘটেছে কুলিপাড়াতেই। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক ওই নির্যাতিতার বাড়ির কাছেই থাকে। পেশায় সে হকার। তাই ওই বাড়ির সামনে কালু মাঝেমধ্যে ফেরি করা জিনিসপত্র নিয়ে আসত। ঘটনার দিন দুপুরে নির্যাতিতা শিশুর বাড়িতে আসে অভিযুক্ত। তখন তার বাবা মা দুপুরের খাবার খাচ্ছিলেন। ঘরে একাই ছিল মেয়েটি। কিছুক্ষণের জন্য বাচ্চাটিকে কোলে নেয় কালু। এরপরেই আচমকা শিশুটি কেঁদে ওঠে। মেয়ের কান্নাকাটি শুনে তার বাবা মা দ্রুত ঘরে ঢোকেন। তাঁরা দেখেন, অভিযুক্ত যুবক তাঁদের মেয়ের গোপনঙ্গে হাত দিয়েছে। ঘটনাটি চাক্ষুষ করার পরেই কালুকে ধরতে যান শিশুটির বাবা মা। কিন্তু কোনওমতে সেখান থেকে পালিয়ে যায় কালু শর্মা। মেয়ের শরীর থেকে রক্তক্ষরণ হতে দেখে তৎক্ষণাৎ তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যান দম্পতি। কর্তব্যরত চিকিৎসকরা জানান, শিশুটির যৌন হেনস্তার চেষ্টা করা হয়েছিল। এরপর দম্পতি প্রধাননগর থানায় গিয়ে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ জমা পড়তেই কালু শর্মার খোঁজে বের হয় পুলিস। রাতেই তাকে কুলিপাড়া থেকে গ্রেপ্তার করে পুলিস। প্রধাননগর থানার পুলিস জানিয়েছে, এর আগেও ওই অভিযুক্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ এলাকায় ছিল। বিষয়টি নির্যাতিতার বাবা মা জানত। সেই কারণে তাকে বাড়ির ভিতরে খুব একটা ঢুকতে দিত না। তবে ঘটনার দিন আচমকাই সে বাড়ির ভিতর ঢুকে শিশুকন্যার বাবা মায়ের সঙ্গে গল্প শুরু করেছিল। কোনও কিছু বুঝে ওঠার আগেই এমন কাণ্ড ঘটায় সে। 
  • Link to this news (বর্তমান)