• টিএমসিপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ঘিরনিগাঁওতে সভা ও মিছিল
    বর্তমান | ১৮ আগস্ট ২০২৫
  • মুতাহার কামাল, চোপড়া: আগামী ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে কলকাতার গান্ধীমূর্তির পাদদেশে আয়োজিত ছাত্র সমাবেশের প্রস্তুতিতে চোপড়ায় জোরকদমে কাজ চলছে। তারই অংশ হিসেবে রবিবার, ঘিরনিগাঁও অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদ প্রস্তুতি সভা ও মিছিল করে। সভাটি হয় বাচ্চামুন্সী স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠে। সভায় দুশোরও বেশি ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। ঘিরনিগাঁও অঞ্চল টিএমসিপি সভাপতি তৈয়ব আলি সভায় নেতৃত্ব দেন। তিনি জানান, কলকাতায় ছাত্র সমাবেশকে সফল করতে বুথে বুথে প্রচার এবং প্রস্তুতি সভা চলছে। এবার ঘিরনিগাঁও অঞ্চল থেকে একশোরও বেশি কর্মী, সমর্থককে সমাবেশে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এদিনের সভায় ও মিছিলে ছিলেন টিএমসিপির ব্লক সভাপতি চান আলি, চোপড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক, তৃণমূল অঞ্চল সভাপতি মহম্মদ রাজু, অঞ্চল চেয়ারম্যান হাসিবুল রহমান প্রমুখ। প্রস্তুতি সভা শেষে কর্মী, সমর্থকদের মিছিল লালবাজারের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।

    সংগঠনের অঞ্চল সভাপতি জানিয়েছেন, ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে এখন থেকে ছাত্ররা মাঠে নেমেছে। গত লোকসভা নির্বাচনের তুলনায় এবার বিধানসভা নির্বাচনে ঘিরনিগাঁও অঞ্চল থেকে বেশি সংখ্যক লিড দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। দলের অঞ্চল সভাপতি মহম্মদ রাজু বলেন, ছাত্র সংগঠন আমাদের অঞ্চলে খুব মজবুত রয়েছে। তাদের পাশে দল সবসময় রয়েছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)