স্বাধীনতা দিবসে ইটাহার যুববৃন্দের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান
বর্তমান | ১৮ আগস্ট ২০২৫
দিবাকর মজুমদার , ইটাহার: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শনিবার সন্ধ্যায় ইটাহার বাস টার্মিনাস প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান হল। ইটাহার যুববৃন্দের পরিচালনায় ও ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানের সূচনা করেন ইটাহারের বিধায়ক মোশারফ হুসেন। দেশাত্মবোধক নাচ, গান, আবৃত্তি, নাটক সহ একাধিক অনুষ্ঠানে মুখরিত হয়ে ওঠে বাস টার্মিনাস প্রাঙ্গণ। দু’বছর ধরে তারা এই অনুষ্ঠান করছে।
১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলন করে যুববৃন্দ কমিটির সদস্যরা ইটাহার গ্রামীণ হাসপাতালের রোগীদের ফলমূল তুলে দেন। পাশাপাশি পথচলতি মানুষকে মিষ্টিমুখ করান। ১৬ আগস্ট সন্ধ্যায় বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। নাচ, গান, আবৃত্তি সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয় পড়ুয়ারা। যুবক-যুবতীরাও অংশ নেন।
ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের কীভাবে নির্যাতন করা হচ্ছে, তা স্কুল পড়ুয়ারা একটি নাটকের মাধ্যমে তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে। ভগৎ সিংয়ের জীবনীর উপরে নাটক মঞ্চস্থ হয়। অনুষ্ঠানে বিধায়কের সঙ্গে ছিলেন ব্লক তৃণমূল সভাপতি কার্তিক দাস, ব্লক যুব তৃণমূল সভাপতি মোজাফফর হুসেন, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সহ সভাপতি সাহেরুল হক সহ অন্যরা।
অনুষ্ঠানের শুরুতে স্মারক ও উত্তরীয় পরিয়ে অতিথিদের বরণ করে নেন ইটাহার যুব বৃন্দের সদস্যরা। বিধায়ক জানান, যুব বৃন্দের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমরা তাঁদের পাশে আছি। অনুষ্ঠান দেখতে শনিবার সন্ধ্যায় বাস টার্মিনাস প্রাঙ্গণে ভিড় উপচে পড়ে। ভিড় সামাল দিতে মোতায়েন ছিল ইটাহার থানার পুলিস। কাঁধে কাঁধ মিলিয়ে অনুষ্ঠান পরিচালনা করেন সারফুল রহমান, মোজাফফর আনম, মহিদুর রহমান, বাবু সরকার, আরমান আলি সহ যুববৃন্দের সদস্যরা। সারফুল জানান, পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের মধ্যে সাংস্কৃতিক উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই উদ্যোগ।