• সচেতন করলেও হুঁশ নেই, জর্দা নদীতে ঝুঁকি নিয়ে স্নান
    বর্তমান | ১৮ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ির লাইফলাইন জর্দা নদী। এই নদীর বিভিন্ন স্থানে বেশকিছু বিপজ্জনক বড় গর্ত তৈরি হয়েছে। সেগুলি থেকে সচেতন থাকার বার্তা দিয়ে সাইনবোর্ড লাগিয়েছে ময়নাগুড়ি পুরসভা। কিন্তু সেসব পাত্তা না দিয়ে দেদার চলছে নদীতে স্নান। বিশেষ করে দুপুর হলেই কচিকাঁচারা এই নদীতে স্নান করতে ঝাঁপিয়ে পড়ছে। এই চিত্র প্রতিদিনের। আগেও এই নদীর বিভিন্ন অংশে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। তারপরেও হুঁশ ফিরছে না ময়নাগুড়ির বেশকিছু বাসিন্দার। সেই কারণে ময়নাগুড়ির একাংশ বাসিন্দা চাইছেন পুরসভার পক্ষ থেকে সচেতনতা প্রচার বাড়ানো হোক। পাশাপাশি, মাইকিংয়ের ব্যবস্থা করতে হবে। এবিষয়ে ওয়ার্ডের কাউন্সিলারদের আরও বেশি উদ্যোগ নিতে হবে।

    প্রতি বছর দুর্গাপুজোর বিসর্জন, ছটঘাট তৈরির সময় নদীর পরিস্থিতির কথা মাথায় রেখে বিপদ এড়াতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। সেই সময়ও নদীতে নামতে নিষেধ করে প্রচার চালানো হয়। কিন্তু কিছুদিন অতিবাহিত হতেই নদীতে শুরু হয়ে যায় স্নান। 

    পুরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় বলেন, পুরসভা নদীতে না নামার বার্তা দিয়েছে। সাইনবোর্ডও লাগানো রয়েছে। কিন্তু যারা নদীতে স্নান করছে, তাদের অভিভাবকদের বারণ করা উচিত। প্রত্যেককে সতর্ক তাকতে হবে।

    ময়নাগুড়ি নাগরিক চেতনার সম্পাদক অপু রাউত বলেন, আগেও এই নদীতে দুর্ঘটনায় প্রচুর মানুষকে হারিয়েছি। এই নদীর বিভিন্ন স্থানে বিপজ্জনক কিছু গর্ত তৈরি হয়েছে। এদিকে নদীতে বেশ স্রোতও রয়েছে। সে কারণে আমরা চাইছি পুরসভা আরও সচেতনতা প্রচার করুক। পাশাপাশি, মানুষজনকেও সচেতন হতে হবে। নাহলে যে কোনও সময় বিপদ হতে পারে। 
  • Link to this news (বর্তমান)