• সিউড়ি শহরে বেহাল রাস্তা উল্টে যাচ্ছে টোটো-বা‌ইক! প্রতিবাদে অবরোধ, বিক্ষোভ বাসিন্দাদের
    বর্তমান | ১৮ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সিউড়ি শহরের একাধিক ওয়ার্ডে রাস্তার বেহাল অবস্থা। সেই তালিকায় রয়েছে স্টেশন মোড় থেকে হাটজনবাজার পর্যন্ত সিউড়ি থেকে পুরন্দরপুরগামী রাস্তাও। গত কয়েক মাস ধরে রাস্তা বেহাল ছিল। বর্ষার মরশুমে আরও খারাপ হয়ে উঠেছে। প্রায় এক কিলোমিটার রাস্তার বিভিন্ন জায়গা খানাখন্দে ভরে উঠেছে। অল্প বৃষ্টিতেই সেসব গর্ত জলে ভরে থাকছে। ওই রাস্তায় চলাচল করাই দায় হয়ে উঠেছে। মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটছে। কখনও উল্টে যাচ্ছে টোটো। আবার কখনও বাইক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাচ্ছে। দুর্ঘটনার জেরে অনেকেই জখমও হচ্ছেন। রাস্তা সংস্কারের দাবি জানিয়ে রবিবার সকালে স্থানীয় বাসিন্দা সহ ব্যবসায়ীদের একাংশ বিক্ষোভে শামিল হন। বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলে। খবর পেয়ে সিউড়ি থানার পুলিস সেখানে পৌঁছয়। রাস্তা সংস্কারের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। 

    সিউড়ি পুরসভার অধীনে ২১টি ওয়ার্ড রয়েছে। প্রায় প্রতিটি ওয়ার্ডের রাস্তার বেহাল অবস্থা। কোথাও পিচের প্রলেপ সরে গিয়ে পাথরের আস্তরণ বেরিয়ে গিয়েছে। আবার কোথাও রাস্তাজুড়ে একের পর এক বড় গর্ত তৈরি হয়েছে। শহরের রক্ষাকালীতলা মোড় এলাকা, কোর্টবাজার চত্বর সহ বিভিন্ন এলাকার রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। শহর থেকে পুরন্দরপুর হয়ে আহমদপুর কিংবা বোলপুর যাওয়ার ক্ষেত্রে স্টেশন বাজার হয়ে চলাচল করতে হয়। স্টেশন বাজার থেকে হাটজনবাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা খারাপ থাকায় সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়ি চালকদের দুর্ভোগ বাড়ছে। অভিযোগ, বর্ষার আগে থেকেই রাস্তা বেহাল ছিল। সেসময় রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও কোনও সুরাহা হয়নি। ভারী বৃষ্টিতে রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে উঠেছে। চলাচল করা একপ্রকার দায় হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীদের দাবি, মাঝেমধ্যেই টোটো উল্টে যাচ্ছে। এদিন সকালেও ওই রাস্তায় একটি টোটো উল্টে গিয়েছিল। এমনকী, একটি বাইকও আচমকা উল্টে যায়। বাইকে থাকা এক কিশোরের হাত ভেঙে যায়। তারপরই ক্ষোভের পারদ চড়তে শুরু করে। স্থানীয় বাসিন্দা দোলন গঙ্গোপাধ্যায় বলেন, এক ব্যক্তি তাঁর ছেলেকে বাইকে চাপিয়ে এই রাস্তা ধরে যাচ্ছিলেন। বেহাল রাস্তার জন্য দুর্ঘটনার শিকার হন তাঁরা। বাইক থেকে পড়ে গিয়ে ওই কিশোরের হাত ভেঙে যায়। রাস্তা সংস্কারে স্থানীয় প্রশাসনের কোনও হেলদোল নেই। স্থানীয় ব্যবসায়ী শঙ্কর মিত্র বলেন, ওই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে গিয়েছে। ওই রাস্তা সংস্কারের দাবিতে আমরা পথে নেমেছিলাম। দ্রুত রাস্তা স্থায়ীভাবে সংস্কার না হলে আমরা বড়সড় আন্দোলনে শামিল হব। পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, সাধারণ মানুষের ন্যায্য দাবি। আমরা ওই রাস্তা দ্রুত অস্থায়ীভাবে সংস্কার করে দেব। পুজোর আগে‌ই রাস্তাটি ঩রেলের সংস্কার করে দেওয়া উচিত।
  • Link to this news (বর্তমান)