• ৭০ শতাংশ ফ্ল্যাটেরই মিউটেশন হয়নি, রাজস্ব ক্ষতি মেদিনীপুর পুরসভার
    বর্তমান | ১৮ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: শহরের বিভিন্ন প্রান্তে তৈরি হচ্ছে একের পর এক বহুতল আবাসন। তৈরি হওয়ার আগে থেকেই দেদার বুকিংও হচ্ছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে অনেকেই ফ্ল্যাট কিনছেন। কিন্তু বেশিরভাগই মিউটেশন করাচ্ছেন না। শহরের প্রায় ৭০ শতাংশ ফ্ল্যাটের মিউটেশন হয়নি। এতে বেশ বেকায়দায় পড়েছে মেদিনীপুর পুরসভা। কারণ, সামনেই দুর্গাপুজো। পুরসভার খরচ বাড়বে। কিন্তু মিউটেশন না হওয়ায় কর আদায় করা যাচ্ছে না। রাজস্বের ঘাটতি হওয়ার ফলে নিয়মিত পরিষেবা দিতে কালঘাম ছুটছে পুরসভার। পুরসভার আধিকারিকরা জানাচ্ছেন, মিউটেশন না করলেই কড়া পদক্ষেপ করা হবে। এই বিষয়ে একাধিক বৈঠকও হয়েছে। বিভিন্ন ফ্ল্যাটে চিঠিও পাঠানো হয়েছে। কিন্তু সমস্যার সমাধান হয়নি। পুরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন, প্রায় ৭০ শতাংশ ফ্ল্যাটের মিউটেশন হয়নি। মিউটেশন না করলে কড়া পদক্ষেপ করতে হবে। কারণ, আবাসনের বাসিন্দাদের পরিষেবা দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, গত কয়েকবছরে পুরসভার খরচ বেড়েছে। পুর এলাকার একাধিক জায়গায় উন্নতমানের আলোর ব্যবস্থা করা হয়েছে। রাস্তায় উন্নত আলোর ব্যবস্থা হওয়ায় বিদ্যুৎ বিল বাড়ছে। পুরসভার কাজের গতি বাড়াতে কর্মী নিয়োগ করা হয়েছে। পাশাপাশি, পুরসভা নিজের উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে। এতে লাফিয়ে বেড়েছে পুরসভার খরচ। কিন্তু, সে তুলনায় আয় না বাড়ায় হিমশিম অবস্থা। অথচ পুরসভা এলাকায় এমন অনেক সম্পত্তি আছে, বছরের পর বছর ধরে যাদের কর আদায় করা যাচ্ছে না। কিছুটা ইচ্ছে করেই মালিক পক্ষ কর দিতে চাইছে না বলে জানা গিয়েছে। পুরসভার আধিকারিকরা জানাচ্ছেন, মেদিনীপুরে কমবেশি একশোর বেশি আবাসন রয়েছে। প্রতিটি আবাসনে কম বেশি ৩০টি পরিবার বসবাস করেন। কিন্তু তাঁদের মধ্যে বেশিরভাগই মিউটেশন করেননি। জানা গিয়েছে, মেদিনীপুর পুরসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডের শুধু একটি আবাসনে ৫২টি সম্পত্তির মিউটেশন হয়নি। যার মধ্যে ফ্ল্যাট, দোকান রয়েছে। পাশাপাশি ৭, ১২, ৪ সহ একাধিক ওয়ার্ড এলাকায় এই সমস্যা রয়েছে। পুরসভার এক কর্মীর কথায়, প্রতিবছর দুর্গাপুজোর সময়ে পুরসভার কর্মীদের বোনাস দেওয়া হয়। সেই বোনাস দিতে কয়েক লক্ষ টাকা খরচ হয়। একইসঙ্গে পুজোর সময়ে সমস্ত খরচ বাড়তে শুরু করে। সেই সময় রাস্তা, ড্রেন নিয়মিত পরিষ্কার করা হয়। এতে বাড়তি খরচ হয়। কিন্তু কর ফাঁকি দেওয়ায় পুরসভা সমস্যায় পড়েছে।

    এদিন মেদিনীপুর শহরের বাসিন্দা সন্দীপ মণ্ডল বলেন, পুরসভার গাফিলতি রয়েছে। অনেক আগে থেকেই মিউটেশন নিয়ে কড়া পদক্ষেপ করা উচিত ছিল। মিউটেশন করতেও খরচ আছে। তাই অনেকেই করছেন না।
  • Link to this news (বর্তমান)