নিজস্ব প্রতিনিধি, তমলুক: রবিবার পাঁশকুড়া পুরসভার ৫নম্বর ওয়ার্ডে অগ্রভূমি সঙ্ঘের খুঁটিপুজোর মধ্য দিয়ে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল। নিয়ম মেনে এদিন ক্লাবের খুঁটিপুজো হয়। এই উপলক্ষ্যে পুজো কমিটির সভাপতি তথা পাঁশকুড়া পুর প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন নন্দকুমার মিশ্র, ক্লাব সভাপতি অভিজিৎ করণ সহ আরও অনেকে উপস্থিত হন। এছাড়াও দেবপ্রসাদ রায়, চিত্রশিল্পী শোভনলাল শাসমল প্রমুখ উপস্থিত ছিলেন। এবছর এখানকার থিম ‘অন্ধকার বিনাশিনী মা’। দেবীর মর্ত্যে আগমনে অন্ধকার দূর হবে। এরকম থিম তুলে ধরে এবার দর্শনার্থীদের চমক দিতে তৈরি ওই পুজো কমিটি। কৃষ্ণনগর থেকে প্রতিমা আসবে। এবছর এখানকার পুজো ১৫বছরে পা দিল। পুজোর চার-পাঁচদিন এখানে ছোটদের অঙ্কন, নৃত্য, সঙ্গীতানুষ্ঠান, বাউল, লোকনৃত্য, ধুনুচিনাচ সহ নানারকম অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। এছাড়াও কলকাতার শিল্পীদের এনে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
পুজো কমিটির সভাপতি নন্দবাবু বলেন, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর অনুদান গতবারের তুলনায় অনেকটা বাড়িয়ে ১লক্ষ ১০হাজার টাকা করেছেন। এই অনুদানে আমরা উৎসাহিত হয়ে দুঃস্থ মায়েদের মণ্ডপে এনে নতুন শাড়ি উপহার দেব। একশোর বেশি মহিলাকে টোটোয় চড়িয়ে শহর ও গ্রামীণ এলাকায় মণ্ডপ ঘুরে দেখানোর ব্যবস্থা করব। প্রত্যেকে যাতে পুজোর আনন্দে শামিল হতে পারেন সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের এই উদ্যোগ। ক্লাব সভাপতি অভিজিৎবাবু বলেন, পুজো চলাকালীন প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ছোটদের ছবি আঁকা, নাচ, লোকনৃত্য, বাউল, কীর্তন প্রভৃতি থাকবে। পাশাপাশি কলকাতার অতিথি শিল্পীরাও অনুষ্ঠান করবেন। এবার আমাদের থিম নজর কাড়বে বলে আশা করছি।-নিজস্ব চিত্র