দত্তপুকুরে ভস্মীভূত গোডাউন থেকে উদ্ধার পচাগলা মৃতদেহ, শোরগোল
বর্তমান | ১৮ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: দত্তপুকুরের কদম্বগাছিতে প্রায় দু’মাস আগে ভস্মীভূত হয় এক গোডাউন। সেখান থেকে উদ্ধার হল এক ব্যক্তির পচাগলা দেহ। রবিবার দুপুরে দেহটি বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। মৃতের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিস।
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, বারাসত শহর লাগোয়া কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতে বামুনমোড়া এলাকায় ২১ জুন একটি গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। তা নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয় দমকলকে। এখন পরিস্থিতি পুরোটাই স্বাভাবিক। নতুন করে গোডাউনকে সাজিয়ে সারিয়ে তোলার প্রক্রিয়া চলছে। কিন্তু সেই আবহে রবিবার দুপুরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত গোডাউনের পাশের স্তূপ থেকে উদ্ধার হল এক ব্যক্তির দেহ। শরীরের বিভিন্ন অংশ ছিল ছড়ানো-ছিটানো। এদিন দুপুরে গোডাউন থেকে দুর্গন্ধ বেরতেই এলাকার মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়। খবর দেওয়া হয় দত্তপুকুর থানায়। কদম্বগাছি ফাঁড়ির পুলিস এসে দেহ উদ্ধার করে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে প্লাস্টিকবন্দি করে পাঠিয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান এটা একজন পুরুষের দেহ। পুলিস জানিয়েছে, দেহটি বাইরে থেকে এনে এখানে ফেলা হয়েছে। এটা অনেক আগে ফেলে দিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। তদন্তের জন্য এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই গোটা বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তবে এই গোডাউনের কোনও কর্মী এখনও নিখোঁজ নেই। স্বভাবতই এর সঙ্গে অগ্নিকাণ্ডের সম্পর্ক নেই বলেই দাবি পুলিসের। পুলিসের এক কর্তার কথায়, এনিয়ে সমস্ত থানাকে তথ্য দেওয়া হয়েছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তবে, কিছু স্থানীয় বাসিন্দার অনুমান, এটা গোডাউনের কোনও কর্মীর দেহ হতে পারে। না-হলে এত ভিতরে দেহ আসা সম্ভব নয়। যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে তা অনেকটাই ভিতরে।