• বারাসতে নিকাশি সমস্যার জন্য দায়ী বেআইনি নির্মাণ
    বর্তমান | ১৮ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: বেহাল গ্রামের নিকাশি ব্যবস্থা, ফলে ‘ভাসছে’ শহর। সমাধানে প্রয়োজন বেআইনি নির্মাণের উচ্ছেদ। তাই এবার পূর্তমন্ত্রীর কাছে আর্জি জানাল বারাসত পুরসভা। পাশাপাশি এনিয়ে সাংসদ কাকলি ঘোষদস্তিদার, মন্ত্রী রথীন ঘোষ সহ বিভিন্ন দপ্তরেও চিঠি দিয়েছে পুরসভা। কবে এনিয়ে সংশ্লিষ্ট দপ্তর পদক্ষেপ করে, সেই দিকেই তাকিয়ে রয়েছে তারা।

    জানা গিয়েছে, বারাসত শহরে নিকাশি সমস্যা মেটাতে নাস্তানাবুদ পুরসভা। শহরের বিভিন্ন নিকাশিরই বেহাল দশা। নালায় ফেলা হচ্ছে প্লাস্টিক ও জলের বোতল। তাছাড়া শহর লাগোয়া গ্রামীণ এলাকাতে নিকাশি ব্যবস্থা ঠিক না থাকায় ডুবছে শহর। এখনও বারাসত শহরের ৪ নম্বর ওয়ার্ড জলের তলায়। এর মূল কারণ, পশ্চিম খিলকাপুর পঞ্চায়েতে নিকাশি নালা বন্ধ হয়ে যাওয়া। বারাসত-বারাকপুর রোডের পাশে অনেকটা জায়গা দখল হয়ে রয়েছে। রাস্তাটি পূর্তদপ্তরের। সেই জায়গা দখল হয়ে থাকার জেরেই সমস্যায় ভুগছে মানুষ। বারেবারে পঞ্চায়েত বা পুরসভা তৎপরতা দেখালেও আইনি জটিলতায় তা সম্ভব হয়নি। 

    এবার একটু ঘুরপথে জলযন্ত্রণা মেটাতে চাইছে পুরসভা। বারাসত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় বলেন, দখলদারি পুরসভা এলাকায় কিছুটা আছে। তবে বেশিরভাগই পঞ্চায়েতে। সব জায়গাটা পূর্তদপ্তরের। তাই, দপ্তরের মন্ত্রী পুলক রায়কে দখলদারির বিষয়টি নিয়ে পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। বাকিটা জেলা প্রশাসন করবে। রাস্তা দখলমুক্ত হলে মাস্টার ড্রেন তৈরি হবে। চলছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)