চাকরির নামে সাত লক্ষ টাকার প্রতারণা, বসিরহাটে গ্রেপ্তার ৬
বর্তমান | ১৮ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: ব্যাঙ্কের কর্মখালির বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন এক যুবক। নাম নথিভুক্ত করার জন্য টাকা দিয়ে ফর্ম ফিল আপও করেন। কিন্তু এরপরেই ধাপে ধাপে আরও টাকা চাওয়া হয়। চাকরির আশায় প্রথমে টাকা দিয়েছিল যুবকের পরিবার। ধাপে ধাপে মোট ৭ লক্ষ টাকার বেশি নেওয়া হয়। কিন্তু জোটেনি চাকরি। শেষে প্রতারিত হয়েছে বুঝে পুলিসের দ্বারস্থ হয় পরিবার। তদন্তে নেমে পুলিস ছ’জন প্রতারককে গ্রেপ্তার করল। উদ্ধার হয়েছে টাকা। ঘটনাটি বসিরহাটের। ধৃতরা আর কোনও প্রতারণায় জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
জানা গিয়েছে, জানুয়ারি মাসে একটি সংবাদপত্রে একটি বেসরকারি ব্যাঙ্কে নিয়োগের বিজ্ঞাপন প্রকাশিত হয়। বসিরহাটের নৈহাটির বাসিন্দা বিক্রম মজুমদার বিজ্ঞাপনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন। প্রথমে ৪০১ টাকা দিয়ে ফর্ম ফিলাপ করানো হয়। এরপর বিভিন্ন নথির সঙ্গে ধাপে ধাপে টাকা চাওয়া হয়। চাকরির আশায় দফায় দফায় ৭ লক্ষ হাজার টাকা প্রতারকদের দিয়েও দেন বিক্রমের পরিবার। কিন্তু বেশ কয়েকমাস কেটে গেলেও চাকরি হয়নি। এরপর বসিরহাট সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। শনিবার ছয়জনকে গ্রেপ্তার করে পুলিস। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিস পুরো ৭ লক্ষ ২ হাজার টাকাই উদ্ধার করেছে। সেই টাকা বিক্রম ও তাঁর পরিবারের হাতে তুলে দেয় পুলিস।