নিজস্ব প্রতিনিধি, বারাসত: এক বছর আগে অশোকনগরে বিদ্যাধরী খাল সংস্কার করা হয়। অভিযোগ, তারপর ধসে গিয়েছে রাস্তা। পিচের রাস্তার কিছু অংশ চলে গিয়েছে খালের গহ্বরে। ফলে যাতায়াত করতে সমস্যায় পড়ছে মানুষ। সেচমন্ত্রীর কাছে সমস্যা সমাধানের আর্জি জানিয়েছেন স্থানীয় বিধায়ক।
অশোকনগর শহরের শেষ প্রান্তে অবস্থিত ভুরকুণ্ডা ও বাঁশপোল গ্রাম পঞ্চায়েত। এই এলাকা দিয়েই গিয়েছে বিদ্যাধরী খাল। একসময় খাল মজে নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে গিয়েছিল। অল্প বৃষ্টি হলেই দাঁড়িয়ে যেত জল। প্লাবিত হতো গ্রাম ও শহর। সমস্যা সমাধানে বিদ্যাধরী খাল সংস্কার করে সেচদপ্তর। কিন্তু তারপর দেখা দেয় ‘পার্শ্ব প্রতিক্রিয়া’। তাতেই ঘুম উড়ে যায় মানুষের। খালের পাশের পাকা রাস্তা ধসে যায়। একাধিক বড় আকারের গাছও ভেঙে পড়ে। রবি মাজি নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘প্রায় চার মাস হল বিদ্যাধরীর খালের পাশের জায়গা ধসে গিয়েছে। রাস্তা দিয়ে যাতায়াত করতে ভয় লাগে। এখন মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। ফলে ভয় বাড়ছে।’ সনৎ মল্লিক নামে ভুরকুণ্ডা গ্রামের এক বাসিন্দা বলেন, ‘খাল সংস্কারের ফলে আমাদের দুর্ভোগ বেড়েছে। কিভাবে সংস্কার করা হল বুঝলাম না। খালধারের রাস্তা দিয়ে অল্প সময় অশোকনগর শহরে যাওয়া যেত। এখন অনেক ঘুরপথে যেতে হচ্ছে।’ অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, ‘মানুষের সমস্যা হচ্ছে। আমি বিষয়টি সেচমন্ত্রী মানস ভূঁইয়াকে লিখিতভাবে জানিয়েছি। আশাকরি দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে দপ্তর।’ নিজস্ব চিত্র