• মধ্যমগ্রামে বেহাল ব্রিজ চলছে ঝুঁকির যাতায়াত
    বর্তমান | ১৮ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যমগ্রামের ব্রিজের অবস্থা বেহাল। মাঝেমধ্যে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এমনকী সেখান থেকে উঁকি দিচ্ছে লোহার রড। দীর্ঘদিন ধরে ব্রিজটির এই অবস্থা হলেও হুঁশ নেই কারও। ক্ষুব্ধ নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ।

    আগের তুলনায় অনেকটাই প্রশস্ত হয়েছে মধ্যমগ্রাম-সোদপুর রোড। রাস্তার পাশে সাধারণ মানুষের যাতায়াতের জন্য তৈরি করা হয়েছে ফুটপাত। এই সোদপুর রোডে বহু বছর আগে তৈরি করা হয় ওভারব্রিজ। সেই গুরুত্বপূর্ণ ব্রিজটি ব্যবহার করেই সোদপুর, নৈহাটি, পানিহাটি, দক্ষিণেশ্বর, নিউ বারাকপুর সহ বিস্তীর্ণ এলাকার মানুষ যাতায়াত করে। বাইক, বাস সহ ছোট গাড়ির যথেষ্টই চাপ থাকে। তার উপর রয়েছে অটো, টোটোর দাপাদাপি। পিডব্লুডি’র অধীনে থাকা এই ব্রিজই এখন খানাখন্দে ভরে গিয়েছে। বেরিয়ে এসেছে লম্বা লোহার রড। বৃষ্টিতে সেইসব গর্তে জল দাঁড়িয়ে যাচ্ছে। দিনের বেলা যাতায়াত করা গেলেও রাতে অবস্থা খুবই ভয়ঙ্কর হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে মানুষকে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকমাস আগে এই ব্রিজ সারাই করা হয়েছিল। কিন্তু এর মধ্যেই অবস্থা বেহাল হয়ে গিয়েছে। ফলে মানুষের ভোগান্তি ক্রমশ বাড়ছে। এ বিষয়ে অটোচালক সুমন বসু বলেন, দীর্ঘদিন ধরেই এই অবস্থায় পড়ে রয়েছে গুরুত্বপূর্ণ ব্রিজটি। কারও হুঁশ নেই। এই রাস্তা দিয়ে সারাদিনে কয়েক লক্ষ মানুষ যাতায়াত করে। ফলে বড়সড়ো কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাছাড়া অটোয় করে যাত্রীদের নিয়ে যাওয়ার সময়েও খুব ভয় লাগে।এক নিত্যযাত্রী কাকলি মুখোপাধ্যায়ের কথায়, রোজ সোদপুরে অফিসে যেতে হয়। ব্রিজের এই করুণ অবস্থার জন্য অটো বা বাসে করে যেতে ভয় লাগে। শুধু ব্রিজ বলে নয়, সোদপুর রোডেরও অবস্থা তথৈবচ। প্রশাসনের উচিত এনিয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়া।

    এনিয়ে জেলা প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ 

    করা হবে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)